সাইফের ব্যাটে গাজীর বিপক্ষে জিতলো প্রাইম দোলেশ্বর
২০ মার্চ ২০১৯ ১৭:৩০
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। বুধবার (২০ মার্চ) মিরপুরে এই ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রাইম দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রান তোলে গাজী গ্রুপ।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন পারভেজ রসুল। এছাড়াও শামসুর রহমান ৪৫, আবু হায়দার ২৯, নাসুম আহমেদ ১৯ ও রনি তালুকদার ১৭ রান করেন।
প্রাইম ব্যাংকের হয়ে ৯.১ ওভারে ৪০ রান খরচায় ৫টি উইকেট নেন ফরহাদ রেজা। এছাড়াও সৈকত আলী ৩টি ও আরাফাত সানি ২টি উইকেট নেন।
জবাবে ২৩০ রানের বিপরীতে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার সাইফ হাসানের শতকে ভর করে ৪৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। ইনিংস সর্বোচ্চ ১০২ রান তুলতে সাইফ খেলেন ১২৪ বল। যেখানে ছিল ৪টি বাউন্ডারি ও ৬টি ছক্কার মার।
এছাড়াও মার্শাল আইয়ুব ৩২ ও ফরহাদ হোসেন ১৯ রান করেন। আর শেষদিকে সাদ নাঈম ৩৫ ও ফরহাদ রেজা ২১ রানে অপরাজিত থাকেন।
গাজীর হয়ে দুটি উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। আর একটি করে উইকেট পান মেহেদী হাসান ও পারভেজ রসুল।
ম্যাচসেরার পুরস্কার আসে প্রাইম ব্যাংক অধিনায়ক ফরহাদ রেজার হাতে।
সারাবাংলা/এসএন