Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে বাংলায় ধারাভাষ্য দিচ্ছেন আতাহার


২৪ মার্চ ২০১৯ ১৩:৪৩

ধারাভাষ্যে রিচি বেনো যেমন অস্ট্রেলিয়াকে, ড্যানি মরিসন যেমন নিউজিল্যান্ডকে কিংবা টনি কোজিয়ার-মাইকেল হোল্ডিংরা যেমন ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেন, ঠিক তেমনি আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রচারে বাংলাদেশের সমার্থক হয়ে আছেন আতাহার আলী খান। সেই টেস্ট মর্যাদার প্রথম দিনগুলো থেকেই বাংলাদেশের খেলা মানেই ধারাভাষ্যে আতাহার আলী খানের উপস্থিতি প্রায় অবধারিত। ধারাভাষ্য দিয়েছেন ২০০৭ ও ২০১১ বিশ্বকাপেও।

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ধারাভাষ্যকার বিশ্ব মঞ্চে পরিচিতি পেলেও তাদের মধ্যে আলাদাভাবে বলা যায় আতাহার আলী খানের নাম। বাংলাদেশের ঐতিহাসিক বেশ কিছু জয়ের সাথে মিশে আছে তার কণ্ঠস্বর! এবার বাড়তি পালক যোগ হলো আতাহারের নামের পাশে।

গতকাল থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরে ধারাভাষ্যকার হিসেবে যোগ দিয়েছেন আতাহার। এবার তিনি ইংরেজিতে না, লাইভ ম্যাচে ভাষ্য দিচ্ছেন বাংলায়।

ভারতীয় বাংলা চ্যানেল জলসা মুভিজে সরাসরি সম্প্রচার হচ্ছে আইপিএলের ম্যাচ। জনপ্রিয় এই চ্যানেলটি বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়েছে আতাহারকে। সেখানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তিনি। আইপিএলে জলসা মুভিজে আতাহার ধারাভাষ্য দিচ্ছেন বাংলায়। যা বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের কাছে চমক হিসেবে ধরা দেয়।

ধারাভাষ্যকার হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করে আসছেন আতহার।

** নাম এবং নম্বরের জার্সিতে আইসিসির সায়

সারাবাংলা/এমআরপি

আইপিএল ২০১৯ আতাহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর