Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হ্যাপি বার্থডে চ্যাম্প’


২৪ মার্চ ২০১৯ ১৫:১৭

বয়স বেড়েছে বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের। রোববার (২৪ মার্চ) ৩২ বছরে পা দিয়েছেন টাইগারদের সেরা এই অলরাউন্ডার। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। বয়সে ছোট সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে সেখানে তিনি লেখেন, ‘হ্যাপি বার্থডে চ্যাম্প। তোমার সঙ্গে একই দলে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। জন্মদিনের অনেক শুভেচ্ছা…।’

বিজ্ঞাপন

শুভেচ্ছা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অফিসিয়াল ফেসবুক ছবিসহ পোস্টে লেখা হয়, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা সাকিব আল হাসান ভাই। প্রতিটা দিন আশা, ভালোবাসা, আনন্দ-উচ্ছাসে ভরে উঠুক আপনার জীবনের, এই দোয়া করি।’

বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ভুলে যাননি এই সিনিয়রকে শুভেচ্ছা জানাতে। ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘আপনি বাংলাদেশ ক্রিকেটের আইকন। আপনি একজন চ্যাম্পিয়ন। আপনাকে পেয়েছি বলে আমরা ভাগ্যবান। জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভালো থাকুন সবসময়।’

ডিপিএলের চলতি আসরে টানা শতক তোলা উইকেটরক্ষক এনামুল হক বিজয়ও শুভেচ্ছা জানিয়েছেন দলের এই সিরিয়রকে। ফেসবুকে তার অফিসিয়াল পেইজে ছবিসহ পোস্টে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের ক্রিকেটের আইকন। জন্মদিনে অনেক শুভকামনা। সবসময় ভালো থাকুন সাকিব আল হাসান ভাই।’

সারাবাংলা/এসএন

জন্মদিন সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর