Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবম উইকেটের পতন


২৩ জানুয়ারি ২০১৮ ১৪:১৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৮ ১৫:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের পর পঞ্চম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশ ৪৮.১ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছে ১৯৬ রান। উইকেটে রুবেল এবং মোস্তাফিজ।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি। ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে বিদায় নেন বিজয়। ব্যক্তিগত ১ রান করে এলবির ফাঁদে পড়েন তিনি। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাকিব ৫১ রানে সাজঘরে ফেরেন। ১১২ রানের মাথায় ২৮তম ওভারে সিকান্দার রাজার বল এগিয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করেন সাকিব। স্ট্যাম্পিং হওয়ার আগে ৮০ বলে ৬ বাউন্ডারিতে করেন ৫১ রান। সাকিবের আউটের আগে তামিমের সঙ্গে জুটি গড়েন ১০৬ রানের। আগের দুটি ম্যাচেও ৫০ ছাড়িয়েছিল তাদের জুটি। এরপর দলীয় ১৪৭ রানে ব্যক্তিগত ১৮ রান করে বিদায় নেন মুশফিক।

বিজ্ঞাপন

বাংলাদেশ-জিম্বাবুয়ে লাইভ ম্যাচ দেখুন এখানে

দলীয় ১৫৬ রানে ক্রেমারের বলে এলবির ফাঁদে পড়ে ব্যক্তিগত ২ রানে বিদায় নেন মাহমুদউল্লাহ। ৩৯তম ওভারের প্রথম বলে ক্রেমারের বলকে সীমানা ছাড়া করতে এলে সাকিবের মতো তামিমও উইকেট বিলিয়ে দেন। সাজঘরে ফেরার আগে ১০৫ বলে ৬ বাউন্ডারিতে করেন ৭৬ রান। ১৬৭ রানে ব্যক্তিগত ৬ রান করে জারভিসের বলে আরভিনের ক্যাচে ফিরে যান সাব্বির। এরপর ব্যক্তিগত ২ রানে জারভিসের বলে টেলরের ক্যাচে ফিরে যান নাসির। ১ রানের ব্যবধানেই দলীয় ১৭০ রানে ক্রেমারের বলে টেলরের গ্লাভসে বল দিয়ে শূন্য রানে বিদায় নেন অধিনায়ক মাশরাফি।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে ফাইনালে টাইগাররা। অন্যদিকে ৩ ম্যাচ খেলে ১ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। অবশ্য সমান ম্যাচ খেলে ১ জয়ে ৪ পয়েন্ট নিলেও নেট রান রেটে পিছিয়ে তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, এনামুল হক বিজয় ও সানজামুল ইসলাম।

জিম্বাবুয়ে স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্লেজিং মুজারাবানি, টেন্ডাই চাতারা ও কাইল জারভিস।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

সারাবাংলা/এসএন/এমআরপি

 

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর