Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ওভারেই সাকিবের চমক


২৪ মার্চ ২০১৯ ২০:২২ | আপডেট: ২৪ মার্চ ২০১৯ ২০:২৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের শুরু থেকে সাকিব আল হাসান খেলতে পারবেন কি না, সে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে শুক্রবার (২২ মার্চ) ভারতের কলকাতায় পৌঁছে যান তিনি। সেখানে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে যোগ দেন। রোববার (২৪ মার্চ) আসরে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামেন তিনি। আর এই ম্যাচে নেমে বল হাতে নিজের প্রথম ওভারেই চমক দেন সাকিব।

বিজ্ঞাপন

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রত্যাবর্তনটা দারুণ হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। ইডেন গার্ডেনসে এই ম্যাচে কলকাতার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৮১ রান তোলে হায়দ্রাবাদ।

বিজ্ঞাপন

আরও পড়ুন: সাবেক দলের বিপক্ষে মাঠে নেমেছেন সাকিব

তাদের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানেই উইকেট হারায় কলকাতা। আর এই উইকেটটি তুলে নেন সাকিব। ম্যাচের দ্বিতীয় ওভার ও সাকিবের করা প্রথম ওভারের শেষ বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ক্রিস লিন।

উল্লেখ্য, রোববার (২৪ মার্চ) ৩২ বছরে পা দিয়েছেন সাকিব।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর