হারের বৃত্ত ভেঙে অন্য এক অস্ট্রেলিয়া
৩০ মার্চ ২০১৯ ১৩:২৫
২০১৭ সালের জানুয়ারিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর আর ওয়ানডে সিরিজে জয়ের দেখা পায়নি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারের বৃত্ত ভেঙেছে ভারত সফরে। গত মাসে ভারতের মাটিতে স্বাগতিকদের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হারিয়েছে ৩-২ ব্যবধানে। পাঁচ ম্যাচের চলতি সিরিজে এবার অজিরা প্রথম চার ম্যাচেই হারিয়েছে পাকিস্তানকে। সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মাঠে নামবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের দুর্দান্তভাবে ফিরিয়ে এনেছে ক্যাঙ্গারুরা। জিতেছে টানা সাত ওয়ানডে। সাথে জিতেছে টানা দুটি ওয়ানডে সিরিজ। তাতে ছিলেন না দেশটির দুই মহাতারকা স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার।
২০১৭ সালের ১৩ জানুয়ারি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের মাঠ ব্রিসবেনে পাকিস্তানকে ৯২ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরেছিল ৬ উইকেটে। তৃতীয় ম্যাচে ৭ উইকেটে, চতুর্থ ম্যাচে ৮৬ রানে আর শেষ ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৫৭ রানের ব্যবধানে।
এরপর শুধুই সিরিজ হার। সাথে যোগ হয়েছিল ইংল্যান্ডে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পরাজয়। যেখানে ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান। এছাড়া, গত বছর কোনো সিরিজেই জিততে পারেনি অজিরা। চ্যাপেল-হ্যাডলি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হেরেছিল ২-০ ব্যবধানে। ভারতের মাটিতে খেলতে এসে হেরেছিল ৪-১ ব্যবধানে। নিজেদের মাটিতে ইংলিশদের আতিথ্য দিয়ে হেরেছিল ৪-১ ব্যবধানে।
এখানেই শেষ নয়, হারের বৃত্ত থেকে অজিরা বেরুতে পারেনি ইংল্যান্ডে খেলতে গিয়েও। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ইংলিশরা ৫-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে উড়িয়েই দিয়েছিল। এরপর দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ায় সফর করে। স্বাগতিক হয়েও প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হেরেছিল ২-১ ব্যবধানে। ভারতকে আতিথ্য দিয়ে পরের সিরিজে অস্ট্রেলিয়া হেরেছিল ২-১ ব্যবধানে।
ভারতের মাটিতে খেলতে গিয়েও হারাতে বসেছিল সিরিজটি। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুটি ম্যাচেই হারে অজিরা। তবে, শেষ তিন ম্যাচে টানা জিতে সিরিজ নিজেদের করে নেয় সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ভারত জিতেছিল ৬ উইকেটে আর পরের ম্যাচে জিতেছিল ৬ রানে। সিরিজের তৃতীয় ম্যাচে অজিরা ৩২ রানে জিতে সিরিজ হার থেকে রক্ষা পায়। সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে ৪ উইকেটে এবং শেষ ম্যাচে ৩৫ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জেতে অজিরা।
এরপর খেলতে চলে যায় আরব আমিরাতে, পাকিস্তানের বিপক্ষে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে, দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে, তৃতীয় ম্যাচে ৮০ রানে আর চতুর্থ ম্যাচে ৬ রানে জয় পায় অজিরা। শেষ ম্যাচে দুবাইয়ে আগামীকাল মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতলে পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারবে ক্যাঙ্গারুরা। তাতে, ২০১৩ সালের ফেব্রুয়ারির পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচে জেতার আরেকটি স্বাদ পাবে অস্ট্রেলিয়া। সেবার জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ইংল্যান্ডে বসতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের আগে যা হতে পারে অজিদের ঘুরে দাঁড়ানোর নতুন গল্পের খোরাক।
সারাবাংলা/এমআরপি
** মুক্ত স্মিথ-ওয়ার্নার উড়বেন আকাশে