বিজ্ঞাপন

মুক্ত স্মিথ-ওয়ার্নার উড়বেন আকাশে

March 29, 2019 | 1:24 pm

স্পোর্টস ডেস্ক

অপেক্ষাটা শেষ। নির্বাসন উঠে গেছে অস্ট্রেলিয়ান দুই তারকা স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের। শুক্রবার (২৯ মার্চ) থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর নিষেধাজ্ঞা থাকছে না অজি এই দুই তারকার।

বিজ্ঞাপন

গতবছর দক্ষিণ আফ্রিকার বল টেম্পারিং কান্ডে জড়িত থাকায় স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে এক বছর করে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একই অপরাধে ক্যামেরন ব্যানক্রফটকে নিষেধাজ্ঞা দেওয়া হয় ৯ মাসের।

তবে শাস্তির বিপক্ষে আপিল করে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছিলেন তারা। ব্যানক্রফটের নিষেধাজ্ঞা কেটেছিল তিন মাস আগেই। নিষেধাজ্ঞা শেষের অপেক্ষায় ছিলেন স্মিথ-ওয়ার্নার। সেই অপেক্ষা শেষ হয়েছে এবার। কিন্তু নিষেধাজ্ঞা কাটলেও পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে আর খেলতে পারছেন না তারা।

তবে এই সিরিজে দু’জনকে খেলতে না পারলেও, আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে দেশের জার্সিতে মাঠে নামবেন স্মিথ-ওয়ার্নার। নিষেধাজ্ঞা কাটিয়ে স্বস্তিতে ফিরেছেন দু’জন। ইন্ডিয়ান পিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে খেলছেন তারা। যেখানে নিজেদের পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারবেন অজি এই দুই তারকা।

বিজ্ঞাপন

তাতে জাতীয় দলের জার্সিতে আবারো দেখা মিলবে স্মিথ-ওয়ার্নারের। আর দু’জনই মুক্ত পাখির মতো উড়বেন আকাশে।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন