কলম্বিয়ার ২ বিশ্বকাপ তারকা ফুটবলার আসছেন বাংলাদেশে
১ এপ্রিল ২০১৯ ২২:১৮
ঢাকা: কলম্বিয়ার জার্সিতে মাঠ দাঁপানো দুই নারী ফুটবলার আসছেন বাংলাদেশে। সংশ্লিষ্টসূত্র জানায়, বিশ্বকাপ খেলুড়ে এই নারী ফুটবলাররা ঢাকায় পা রাখছেন চলতি মাসের ১১ তারিখ।
মূলত বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ দলকে উজ্জীবিত করতেই বাংলাদেশে আসছেন দুই কলম্বিয়ান নারী ফুটবলার। জেসিকা হার্তাদো আর ক্যাথরিন ফ্যাবিওয়লা। খেলার মাঠ মাতিয়েছেন বিশ্বকাপ খেলুড়ে কলম্বিয়ান জার্সি গায়ে চাপানো এই দুই ফুটবলার। বাংলাদেশে আসছেন বাংলার মেয়েদের অনুপ্রাণিত করতে।
বিশ্বকাপ খেলুড়ে এই ফুটবলারের কাছে পরামর্শ নিতে মুখিয়ে আছেন দেশের নারী ফুটবলাররা। বঙ্গমাতা টুর্নামেন্টের আগে দুই ফুটবলারের সান্নিধ্য পেতে উন্মুখ লাল-সবুজের মেয়েরা।
অনূর্ধ্ব -১৯ জাতীয় দলের ডিফেন্ডার আঁখি খাতুন জানালেন, ‘তারা যদি আসে আমাদের জন্য ভালো হবে। তারা অভিজ্ঞতায় অনেক বড়। তাদের পরামর্শ আমাদের জন্য কাজে লাগবে।’
নারী ফুটবলারদের পাশাপাশি ইউনিসেফের শিশুদেরও সময় দিবে কলম্বিয়ান এই ফুটবলাররা বলে জানা গেছে।
সারাবাংলা/জেএইচ