Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকিংহাম প্যালেসের সামনে হবে বিশ্বকাপের উদ্বোধনী


২ এপ্রিল ২০১৯ ১৯:৫১ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগের দিন বাকিংহাম প্যালেসের সামনের সড়ক যা ‘দ্য মল’ এ হবে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ইংল্যান্ডের রানীর বাসভবন হিসেবে পরিচিত বাকিংহাম প্যালেস। মঙ্গলবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বজুড়ে সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে। ইংল্যান্ডের স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত হবে এই অনুষ্ঠান। তবে, এক ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে কী কী থাকবে, তা জানাবে না আয়োজকরা। পুরো আয়োজন তারা গোপন রাখছে। স্থানীয় নাচ, গানের সঙ্গে আতশবাঁজির আয়োজন থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আইসিসি জানিয়েছে, ৪৮ ম্যাচের জন্য এরই মধ্যে বিশ্বের ১৪৮টি দেশ থেকে ৩ মিলিয়ন মানুষ টিকিটের আবেদন করেছেন।

প্রায় চার হাজার মানুষ বাকিংহাম প্যালেসের সামনে উপস্থিত হয়ে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। ৪ এপ্রিল থেকে www.cricketworldcup.com/opening-party এই লিঙ্কে টিকিট পাওয়া যাবে। টিকিট পাওয়া যাবে ১ মে পর্যন্ত। একজন সর্বোচ্চ ২টি টিকিট নিতে পারবে। ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

সারাবাংলা/এমআরপি

ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাকিংহাম প্যালেস বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর