Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে পিএসজি


৪ এপ্রিল ২০১৯ ১২:২৯

রেকর্ড ১৩ বার ফ্রেঞ্চ লিগ কাপ জয়ের আশা হাতছানি দিচ্ছে পিএসজিকে। নেইমারবিহীন পিএসজি সেমিফাইনালে সহজ প্রতিপক্ষ নান্টেসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে।

ইনজুরির কারণে প্রায় আড়াই মাস ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে তার অনুপস্থিতিতে দলকে শিরোপা জেতানোর কাছাকাছি নিয়ে যাওয়ার দায়িত্ব ঠিকই পালন করে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নান্টেসের বিপক্ষে ঘরের মাঠ পার্ক দি প্রিন্সে খেলতে নামে পিএসজি। ২৯ মিনিটে মার্কো ভেরাত্তির করা গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরে ৬৪ মিনিটে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় পিএসজি। তবে নাটকীয়ভাবে পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম পেনাল্টি থেকে গোল করলেও রেফারির বাঁশি, আবার নিতে হবে পেনাল্টি কিক। কারণ? এমবাপ্পে শট নেওয়ার আগেই পেনাল্টি বক্সে ঢুকে যায় ফুটবলাররা। দ্বিতীয়বারের মতো শট নিলে সেটি মিস করে বসেন ২০ বছর বয়সী এই তারকা।

এরপর ম্যাচের ৮৪ মিনিটে দানি আলভেজকে ডি বক্সের ভেতরে ফাউল করলে দ্বিতীয় পেনাল্টি পায় পিএসজি। তবে এবার আর লক্ষ্যভ্রষ্ট হননি এমবাপ্পে। মৌসুমে নিজের ৩২তম গোল আদায় করে নেন তিনি। আর অতিরিক্ত সময়ে দানি আলভেজ গোল করলে ৩-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে পিএসজি।

ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে ২৭ এপ্রিল রেনেসের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইন।

সারাবাংলা/এসএস

** দ্বিতীয় মেয়াদে প্রথম হোঁচট জিদানের রিয়ালের

এমবাপ্পে দানি আল্ভেজ নেইমার পিএসজি ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর