Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় পেয়েছে শেখ জামাল ও প্রাইম দোলেশ্বর


৭ এপ্রিল ২০১৯ ১৫:২৪

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বিকেএসপিকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল। দিনের অন্য ম্যাচে উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে প্রাইম দোলেশ্বর।

ফতুল্লায়, টস জিতে উত্তরা স্পোর্টিংকে ব্যাট করতে পাঠায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে সাদ নাসিমের ৪ উইকেট শিকারে মাত্র ১৬০ রান অল আউট হয় উত্তরা। উত্তরার পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন মিনহাজুল আবেদিন আর ২৯ রান করেন ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান। এছাড়া বাকি সবাই আসা যাওয়ার মধ্যে থাকলে উত্তরার ইনিংস থামে ২০ বল বাকি থাকতেই।

বিজ্ঞাপন

১৬১ রানের জয়ে লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর। উদ্বোধনী জুটি মাত্র ১৭ রানে ভাঙলেও সাইফ হাসান আর ফরহাদ হোসেনের দৃঢ়তায় লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছিলো দোলেশ্বর। এ জুটিতে আসে ৩৩ রান। এরপর সাইফ হাসানের সাথে দ্রুতই সাজঘরে ফেরেন তাইবুর রহমান।

তবে মারশাল আইয়ুবকে সাথে নিয়ে ফরহাদ হোসেন ৯৪ রানের জুটি গড়লে জয় অনেক সহজ হয়ে যায় দোলেশ্বরের। মার্শাল আইয়ুব করেন ৫৪ আর ফরহাদ করেন ৫৯ রান। ১২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর।

দিনের অপর ম্যাচে, সাভারে বিকেএসপিকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল। টস জিতে বিকেএসপিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান।

ব্যাট করতে নেমে ৪২ ওভারে মাত্র ১৬১ রান তুলে অলআউট হয় বিকেএসপি। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক আকবর আলী আর আমিনুল ইসলামের ব্যাট থেকে আসে ২৯ রান। বাকিরা উল্লেখযোগ্য কোন অবদান রাখতে ব্যর্থ হলে ১৬২ রানের মামুলি লক্ষ্য ছুঁড়ে দেয় শেখ জামালের সামনে।

বিজ্ঞাপন

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইলিয়াস সানি এবং অনুস্তুপ মজুমদারের দারুণ ব্যাটিংয়ে জয় কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় শেখ জামালের জন্য। ইলিয়াস সানি করেন ৩২ আর অনুস্তুপ মজুমদার আউট হন ৪৩ রান করে। শেষ দিকে অধিনায়ক নুরুল হাসানের ২২ রানে ভর করে মাত্র ৩৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ধানমন্ডির ক্লাবটি।

বিপিএল লিগ টেবিলে প্রাইম দোলেশ্বরের অবস্থান চারে আর শেখ জামালের অবস্থান পাঁচ নম্বরে।

সারাবাংলা/এসএস

** আবাহনীকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে রূপগঞ্জ

ডিপিএল নুরুল হাসান সোহান প্রাইম দোলেশ্বর শেখ জামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর