বিশ্বকাপে সুযোগ চাইছেন তাসকিন
৯ এপ্রিল ২০১৯ ১৫:৫৬
বল ডেলিভারিতে গতি থাকায় পেসার তাসকিন আহমেদকে বাদ দিয়ে বিশ্বকাপ ভাবতেই পারেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু তার চাওয়ায় বাধ সাধছেন নির্বাচকরা। চোট কাটিয়ে মাত্রই সেরে ওঠা এই গতি তারকাকে নিয়ে বৈশ্বিক মঞ্চের শ্রেষ্ঠত্বের লড়েইয়ে কোনো ঝুঁকিই নিতে চাইছেন না মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশাররা। কিন্তু তাসকিনের মন যে মানছে না। বারবার চোটের সঙ্গে যুদ্ধজয়ী তাসকিন আগামী মাস থেকে অনুষ্ঠেয় স্বপ্নের বিশ্বকাপ দলে সুযোগ চাইছেন।
আড়াই মাস গোঁড়ালির চোটের সঙ্গে লড়ে ইতোমধ্যেই সেরে উঠেছেন তাসকিন। ফুল ইন্টেনসিটিতে বোলিংও শুরু করেছেন। সুযোগটি লুফে নিতে ভুল করেনি ঘরোয়া ক্রিকেটের দল লিজেন্ডস অব রূপগঞ্জ। বিপিএল ষষ্ঠ আসরে বল হাতে উইকেটের পসরা সাজানো এই পেসারকে ইতোমধ্যেই দলে ভিড়িয়েছে রূপগঞ্জ।
সবকিছু ঠিক থাকলে তাদের হয়ে আগামীকাল থেকেই তাসকিনকে ঢাকা প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে। সেখানে পারফর্ম করে ও ম্যাচ ফিটনেস বাড়িয়ে সতীর্থদের সঙ্গে বিশ্বকাপ সারথী হওয়ার আকুলতা তার কণ্ঠে, ‘ভালো না করলে সুযোগ পাব না। ফিট না থাকলে সুযোগ পাব না। তবে এটা একটু বেশি চাপের, কারণ বিশ্বকাপ তো আমার স্বপ্নের মঞ্চ। আমি চাইবো যেন সুযোগ পাই। কারণ এটা বড় আসর। এখানে ফিট না হলে কেউই সুযোগ পাবে না। সর্বোচ্চ চেষ্টা করছি ফিটনেসে নিজেকে প্রমাণ করার যে আমি ফিট এবং ম্যাচ খেলার উপযোগী। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।’
উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচে নিজের ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসে টইটুম্বুর তাসকিন আরও বলেন, ‘বিশ্বকাপের জন্যই এতো কষ্ট করেছি। শুকরিয়া যে খেলার অনুমতি পেয়েছি। সৃষ্টিকর্তা চাইলে আগামীকাল থেকে খেলতে নামব। সবার কাছে দোয়া চাচ্ছি, যাতে আমি সুস্থ থাকি, ভালো করতে পারি। এর আগে আমি ফুল রানআপে তিনটা সেশন শেষ করেছি। তাতে কোনো সমস্যা হয়নি। আড়াই মাস পর খেলতে নামব। ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমি ভালো অবস্থায় আছি।’
বিশ্বকাপ দলে জায়গা করে নিতে নিজেকে প্রমাণে চোট কাটিয়ে উঠেই মাঠে নামতে তর সইছিল না ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসারের। সেই লক্ষ্যে বেশ কয়েকটি ক্লাবকে ফোনও দিয়েছিলেন। কিন্তু সুপার লিগের আগে কেউই তাকে খেলাতে সম্মত হয়নি। একমাত্র রূপগঞ্জই রাজী হয়েছে।
তাই ক্লাবটির প্রতি ধন্যবাদ জানাতে কার্পণ্য দেখালেন না তাসকিন, ‘ওরা ভালো ফর্মে আছে। আমি রূপগঞ্জকে নিশ্চিত করার আগে আরও কয়েকটা টিমকে ফোন করেছিলাম। সবাই সুপার লিগ থেকে খেলাতে চাইছিল। তো আমি খুশি যে রূপগঞ্জ আমাকে এই সাপোর্টটা দিয়েছে। কারণ আগামীকাল থেকেই তারা আমাকে খেলাতে রাজি হয়েছে। আমি ইনজুরি থেকে মাত্রই সেরে উঠেছি। অনেক দল সেটা নিয়ে চিন্তিত ছিল। সিদ্ধান্ত নিতে পারেনি এখনই খেলাবে কী না। ভেবেছিল কয়েকটা দিন দলের সাথে থাকার পর অনুশীলন করিয়ে খেলাবে। রূপগঞ্জকে এই জন্য ধন্যবাদ যে তারা আগামীকাল থেকেই খেলাতে রাজী হয়েছে।’
ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে দুর্দান্ত খেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১০ ম্যাচে ৯ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নাঈম ইসলাম, শাহরিয়ার নাফিসরা। সেখানে তাসকিন যোগ দিলে দলটি আরও বেশি শক্তি নিয়েই সুপার সিক্সে নামতে পারবে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি
** নির্বাচকদের বিশ্বকাপ ভাবনায় নেই তাসকিন