জিতেও রেলিগেশন শঙ্কায় ব্রাদার্স
১০ এপ্রিল ২০১৯ ১৮:০১
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পর্বের (ডিপিএল ২০১৯) শেষ ম্যাচটিতে প্রাইম দোলেশ্বেরের বিপক্ষে জিতেও রেলিগেশন শঙ্কায় ব্রাদার্স ইউনিয়ন। কেননা লিগ পর্বের ১১ ম্যাচ শেষে দলটির পয়েন্ট মাত্র ৬। সমান সংখ্যক ম্যাচ খেলে তাদের চেয়ে দুই পয়েন্ট কমে ১২ দলের মধ্যে টেবিলের একেবারে তলানিতে উত্তরা স্পোর্টিং ক্লাব।
এক পয়েন্ট কমে ১১ নাম্বারে বিকেএসপি। আর এক ম্যাচ খেলে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে ৯ এ খেলাঘর। নিজেদের শেষ ম্যাচে খেলাঘর না জিতলেও ব্রাদার্সের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায় তাদের রেশিগেশন লিগ খেলতে হবে না।
বুধবার (১০ এপ্রিল) প্রাইম দোলেশ্বরের বিপক্ষে জয়ের জন্য দলটির প্রয়োজন ছিল ২৫১ রান। যা তারা সংগ্রহ করেছে ৯ উইকেটের বিনিময়ে। দিন শেষে ১ উইকেটের জয় ধরা দিয়েছে শরিফুল্লাহদের দলে। বল বাকি ছিল ১টি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে তাইবুর রহমানের অপরাজিত ৭০,মার্শাল আইয়ুবের ৫০ ও ফরহাদ হোসেনের ৪০ রানে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৫০ রানের সংগ্রহ পায় প্রাইম দোলেশ্বর। ওপেনার ইমতিয়াজ উজ্জমান ২১, সাইফ হাসান করেছেন ১৬ রান। মিডল অর্ডার সাদ নাসিম ১১ ও লোয়ার মিডল অর্ডার মাহমুদুল হাসান অপরাজিত ছিলেন ৩৯ রানে। ৩৭ বল থেকে তিনি এই রান সংগ্রহ করেছেন।
ব্রাদার্সের হয়ে বল হাতে বিশ্বনাথ হালদার ২টি, মোহাম্মদ শাহজাদা, শরিফুল্লাহ ও ইয়াসির আলী ১ টি করে উইকেট নিয়েছেন।
২৫১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডার ফজলে মাহমুদ, ওপেনার মিজানুর রহমান ও অধিনায়ক শরিফুল্লার ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে ব্রাদার্স ইউনিয়ন। ফজলে মাহমুদ ৭৪, মিজানুর ৪২ ও দলপতি শরিফুল্লাহ খেলেছেন ৪১ রানের ম্যাচ উইনিং এক ইনিংস। আরেক ওপেনার জুনাইদ সিদ্দিকী ফিরেছেন ১৫ রানে। টপ অর্ডার দেবব্রত দাসের ব্যাট থেকে এসেছে ৬ রান।
আর ধারাবাহিক পারফর্মারের তকমা পাওয়া ইয়াসির আলী চৌধুরী রাব্বির সংগ্রহ ছিল মাত্র ৫। তবে চমক উপহার দিয়েছেন টেল এন্ডার মোহাম্মদ শাহজাদা। ১৫ বল থেকে তার সংগ্রহ ২৯।
দোলেশ্বরের হয়ে বল হাতে দাপট দেখিয়েছেন আরাফাত সানি ও সাদ নাসিম। সানি শিকার করেছেন ব্রাদার্সের চার ব্যাটসম্যানকে। নাসিমের শিকার ছিল ৩টি। অপর দুই উইকেটের ১টি করে নিয়েছেন ফরহাদ রেজা ও আবু যায়েদ রাহি। ম্যাচ সেরা হয়েছেন ফজলে মাহমুদ।
সারাবাংরা/এমআরএফ/এমআরপি