জুভেন্টাসের অপেক্ষা, ইউনাইটেডের প্রতিশোধ
১৪ এপ্রিল ২০১৯ ১০:৫৭
ইউরোপিয়ান লিগের ভিন্ন দুই আসরে মাঠে নেমেছিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস আর ইংলিশ ফেভারিট ম্যানচেস্টার ইউনাইটেড। স্পালের বিপক্ষে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভিরা ২-১ গোলে হেরেছে আর ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যামের বিপক্ষে ইউনাইটেড একই ব্যবধানে জিতেছে। তাতে লিগ শিরোপা নিশ্চিত করতে অপেক্ষা বাড়লো জুভেন্টাসের। আর এদিকে, ওয়েস্টহ্যামকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে ইউনাইটেড।
গত নভেম্বরে ঘরের মাঠে স্পালকে ২-০ গোলে হারিয়েছিল জুভেন্টাস। সিরি আর ম্যাচে স্পালের মাঠে হার এড়ালেই এই মৌসুমের চ্যাম্পিয়ন হয়ে যেত জুভেন্টাস।
দলের সেরা অস্ত্র ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছিল জুভরা। ছিলেন না মারিও মানজুকিচ সহ আরও অনেকে। ম্যাচের ৩০ মিনিটের মাথায় মইজে কেনের গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। তবে, বিরতির পর ৪৯তম মিনিটে স্পালের কেভিন বোনিফাজি এবং ৭৪ মিনিটে সার্জিও ফ্লোকারি গোল করে স্বাগতিকদের জিতিয়ে দেন। তাতে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাসকে শিরোপার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।
৩২ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট সর্বোচ্চ ৮৪। ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে এক ম্যাচ কম খেলা নাপোলি। ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে ইন্টার মিলান। আর চারে থাকা এসি মিলানের সংগ্রহ ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ২-১ গোলে ওয়েস্টহ্যামকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে জোড়া গোল করেছেন ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবা। সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে ওয়েস্টহ্যামের মাঠে ৩-১ গোলে হেরেছিল ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতি দেখায় ওয়েস্টহ্যামকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে ইউনাইটেড। ম্যাচের ১৯ মিনিটের মাথায় হুয়ান মাতা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইউনাইটেড। সেখান থেকে গোল করেন পগবা। তার আগে ফিলিপ আন্দারসন ইউনাইটেডের জালে বল জড়িয়েছিলে বটে, কিন্তু অফসাইটের কারণে গোলটি পায়নি ওয়েস্টহ্যাম।
ম্যাচের ৪৯তম মিনিটে ঠিকই গোল আদায় করে নেন আন্দারসন। তাতে ম্যাচ ১-১ গোলের সমতায় চলে আসে। ৮০তম মিনিটে অ্যান্তনিও মার্সিয়ালকে ফাউল করলে আবারো পেনাল্টির বাঁশি বাজান রেফারি। লিগে পগবার ১৩তম গোলটি আসে সেই পেনাল্টি থেকে। পরের মৌসুমে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর ইচ্ছে পোষণ করা পগবা এর মধ্যেই সাতটি পেনাল্টি থেকে স্কোর করলেন।
৩৩ ম্যাচে ২৫ জয়ে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৬৭ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম, ৬৬ পয়েন্ট নিয়ে চারে চেলসি। ৩৩ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ১ পয়েন্ট কম নিয়ে আছে ছয় নম্বরে।
সারাবাংলা/এমআরপি
** আফ্রিকান নেশনস কাপের ড্র অনুষ্ঠিত