Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেনা ছন্দে ফেরার অপেক্ষায় আবাহনী


১৪ এপ্রিল ২০১৯ ১৫:৫১

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল ২০১৯) একরকম জাতীয় দল নিয়েই খেলছে আবাহনী। সুপার লিগে উঠেছে টেবিলের তিনে থেকে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলটিই এই মৌসুমে চ্যাম্পিয়ন হবে। তবে, পর পর দুই হারে চ্যাম্পিয়নশিপের দৌড় কঠিন হয়ে গেল কী না এমন প্রশ্নে দলটির কোচ খালেদ মাহমুদ সুজন জানালেন, কিছুটা কঠিন হলেও নিজেদের চেনা ছন্দে ফিরবে তার শিষ্যরা।

এই মৌসুমে আবাহনীর জার্সিতে খেলছেন মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলামরা।

বিজ্ঞাপন

আবাহনী কোচের ভাষ্যমতে, ‘অবশ্যই, একটু না। অনেকটাই কঠিন হয়ে গেল। সুপার লিগে ছয়টা সেরা দল উঠেছে। ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। আমি ওইগুলো নিয়ে চিন্তা করি না। আমি চিন্তা করি কিভাবে আবাহনী পরের পাঁচটা ম্যাচে ভালো খেলবে। পরের ম্যাচটা গুরুত্বপূর্ণ। একটা একটা করে যদি চিন্তা করি প্রাইম দোলেশ্বরের সাথে আমাদের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কোচ হিসেবে মনে করি আবাহনী এখনো তার সেরা ক্রিকেট খেলেনি। কাগজে কলমে আমাদের যেই শক্তি, সেই শক্তিমত্তার পরিচয় আমরা এখনো দিতে পারিনি। উত্তরার বিপক্ষে আমরা একটা ম্যাচে বড় ব্যবধানে জিতেছি, কিন্তু আবাহনীর তুলনায় উত্তরা কোনো দলই না। ওই হিসেবে আবাহনী এখনো নিজেদের ছন্দে খেলতে পারেনি। আমি অপেক্ষায় আছি। সুপার লিগের এই ছয়টা ম্যাচ আবাহনী ছন্দে খেলবে।‘

দলের ইনজুরি নিয়েও কথা বলেন সুজন। এ সময় তিনি জানান, সবাই মোটামুটি ফিট শুধু রুবেল বাদে। রুবেল এখনো বোলিং করেনি। আমরাও রুবেলকে কোনো রকম জোর দিচ্ছি না। এত বছর যখন খেলছে, সে নিজের প্রতি সৎ। সে যখনই রেডি হবে তখন খেলবে। সামনে বিশ্বকাপ আছে, সেটাও আমাদের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এটা ক্লাব ক্রিকেট না, এটা দেশের ব্যাপার। গুরুত্ব বাংলাদেশের দিকেই যাবে। এখন যতটুক পারি বিশ্রাম দিচ্ছি। যদি সে বল করে ফিট মনে করে, ফিজিও যদি সবুজ সংকেত দেয় তাহলে সে খেলবে। তা না হলে পরের ম্যাচে খেলতে পারবে কিনা আমার সন্দেহ আছে।

বিজ্ঞাপন

সন্দেহের কারণ কি-এমন প্রশ্নের জবাবে সুজন যোগ করেন, যেহেতু রুবেলের সাইড স্ট্রেইন, ফাস্ট বোলারের সাইড স্ট্রেইন খুবই গুরুত্বপূর্ণ। যখন বল করবেন তখন এই জায়গাটায় চাপ পড়বে বেশি। আমিও চাই না যে সে হালকা ফিট হয়ে খেলুক। যদি রিকোভার করে ফুল ফিট হয়ে খেলতে চায়, তাহলে খুবই ভালো। যদি না হয় তাহলে আমরাও জোর করব না খেলার জন্য, আমি চাইবো না। আমি মনে করি রুবেল বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ।

সারাবাংলা/এমআরপি

আবাহনী ডিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর