Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভানের হ্যাটট্রিক; নাপোলিকে হটিয়ে শীর্ষে ইন্টার মিলান


৪ ডিসেম্বর ২০১৭ ১৩:২০ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৭ ১৩:২২

সারাবাংলা ডেস্ক

সিরিআ’য় মাঝারি দল চিয়েভোকে গোল বন্যায় ভাসিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ইন্টার। ইভান প্যারিসিকের অনবদ্য হ্যাটট্রিকে অবদানে জয় পেয়েছে লুসিয়ানো স্প্যালেট্টির দল। এ জয়ে চূড়ায় থাকা নাপোলিকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে ইন্টার মিলান।

গোলবন্যার শুরুটা করেন প্যারিসিকই। ক্রোয়েশিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে দেন ইন্টারকে। ৩৮ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন মাওরো ইকার্দি। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে আবারও প্যারিসিকের গোল।

এর ঠিক তিন মিনিট পর ব্যবধান ৪-০ করেন মিলান স্ক্রিনিয়ার। ইনজুরি সময়ে আরও গোল করে নিজের হ্যাটট্রিকটা পূর্ণ করে ফেরেন প্যারিসিক। সব মিলিয়ে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুসিয়ানো স্প্যালেট্টির দল।

আগামী শনিবার পয়েন্ট তালিকার তিন নাম্বারে থাকা জুভেন্টাসের বিপক্ষে লড়বে ইন্টার মিলান। দুই দলের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে যে দল জিতবে, পয়েন্ট তালিকার এক নাম্বারে থাকবে তারাই।

এদিকে, সাসোলোকে ৩-০ গোলে হারিয়ে এসি মিলানকে হটিয়ে পয়েন্ট তালিকার সাত নাম্বারে উঠেছে ফিওরেন্তিনা। গোল তিনটি করেন জিয়োভান্নি সিমোন, জর্ডান ভেরেটট এবং ফেদেরিকো চিয়েসা।

সারাবাংলা/জেএইচ/ ৪ ডিসেম্বর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর