জিদানের চোখে বেনজেমা, এমবাপের চোখে জিদান
২২ এপ্রিল ২০১৯ ১৬:৪৭
এই মৌসুমে সম্ভাব্য সব কিছুই হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্বস্তিতে নেই দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া ফরাসি কোচ জিনেদিন জিদান। সবশেষ ম্যাচে তার দল জিতেছে ফরাসি তারকা করিম বেনজেমার দুর্দান্ত হ্যাটট্রিকে। ওদিকে, হ্যাটট্রিক করেছেন পিএসজির ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে। যাকে পরের মৌসুমে রিয়ালের আনার পায়তারা করছেন জিদান, এমনটি গুঞ্জন উঠেছে।
পরের মৌসুমে দলে অদল-বদল আনবেন সেটি আগেই আকারে ইঙ্গিতে জানিয়েছেন জিজু। আবারো জানালেন, পরের মৌসুমে অবশ্যই দলে পরিবর্তন আসবে। এরই মধ্যে তিনি নাকি টিম ম্যানেজমেন্টের সঙ্গে নতুন-পুরাতনদের নিয়ে আলোচনা সেরে ফেলেছেন।
এদিকে, বিলবাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করা বেনজেমাকে ‘বিশ্বের সেরা নাম্বার নাইন’ বলে দাবি করেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি এই কোচ। ম্যাচের পর জিদান তার স্বদেশি শিষ্যকে নিয়ে জানান, আমার কাছে বেনজেমা বিশ্বের সেরা নাম্বার নাইন। আরও অনেক ভালো খেলোয়াড় আছে এবং অন্যরা হয়তো অন্য কাউকে বেছে নিতে পারে। বেনজেমার পারফরম্যান্সে আমি বিস্মিত নই, সে এভাবেই খেলে। সে আত্মবিশ্বাসী এবং জানে কি করে নিজের পারফরম্যান্সে আরও বেশি উন্নতি করতে হয়।
অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের ৪৭, ৭৬ এবং ৯০ মিনিটের মাথায় তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা। লিগে টানা পাঁচ ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি এই ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। এ নিয়ে লিগে শেষ সাত ম্যাচে ১০ গোল করলেন বেনজেমা। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে রিয়ালের হয়ে করেছেন সর্বোচ্চ ৩০ গোল। ২১ গোল নিয়ে লা লিগায় গোলদাতার তালিকায় দুইয়ে চলে এসেছেন বেনজেমা। শীর্ষে আছেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। তিনে নেমে গেছেন লুইস সুয়ারেজ।
বেনজেমার কীর্তি তো এখানেই শেষ নয়। রিয়ালের শেষ আটটি গোলের সবকটি করে টপকে গেছেন সাবেক স্প্যানিশ স্ট্রাইকার ফের্নান্দো মরিয়েন্তেসকে। ১৯৯৯ সালে রিয়ালের জার্সিতে টানা ছয় গোলের কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি।
রিয়ালের হয়ে দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নিয়ে আসা জিদান এরই মধ্যে বলে দিয়েছেন পরের মৌসুমে দলে নতুন কেউ আসছে। গণমাধ্যমের বরাতে জানা যায়, জিদান তার স্বদেশি পিএসজির এমবাপেকে টার্গেটে রেখেছেন। কিন্তু, হ্যাটট্রিক ম্যান এমবাপে ম্যাচ শেষে জানিয়েছেন, ‘আমি পিএসজিতে সুখি আছি। এখানে আমি একটা প্রজেক্ট নিয়ে আছি। রিয়াল মাদ্রিদের জন্য ভালো যে তারা জিজুকে (জিদান) পেয়েছে। তবে আমি শুধুমাত্র একজন দর্শক হিসেবেই জিজুর পাশাপাশি রিয়ালের খেলা দেখি।’
মোনাকোর বিপক্ষে ম্যাচের ১৫, ৩৮ এবং ৫৫ মিনিটের মাথায় তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২০ বছর বয়সী এমবাপে। চলতি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩০ গোল করে গোলদাতার শীর্ষে এমবাপে। ১৯৮৯-৯০ সালে জেন-পিয়েরে পাপিনের পর প্রথম ফুটবলার হিসেবে লিগ ওয়ানে ৩০ গোল করার অনন্য কীর্তি গড়লেন তিনি।
সারাবাংলা/এমআরপি
** পরের মৌসুমে রিয়ালে পরিবর্তন আসবেই: জিদান