টানা দুই সেঞ্চুরিতে সৌম্যর শেকল ভাঙার গান
২৩ এপ্রিল ২০১৯ ১৫:০৭
মাত্র একদিন আগের কথা, এই বিকেএসপিতেই লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭৯ বলে ১০৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে আরেকবার নিজের জাত চিনিয়েছিলেন আবাহনীর ওপেনার সৌম্য সরকার। অথচ তার আগের ১১ ম্যাচে ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে তার নামের পাশে সর্বোচ্চ ছিল ৪৩ রান। যেন শেকলে আটকা পড়েছিল তার ব্যাট। তাতে অনেকেই তার বিশ্বকাপ দলে ডাক পাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
সমালোচকদের সেই প্রশ্নের প্রথম জবাবটা গত রোববার তিনি দিয়েছিলেন দাপুটে ব্যাটে। আজও সেই দাপট অব্যাহত থাকলো। গত রোববার ব্যাট হাতে যে শেকল ভাঙার গান তিনি তুলেছিলেন আজও তা অনুরণিত হল। মঙ্গলবার (২৩ এপ্রিল) ৭৮ বলে তুলে নিলেন আরেকটি সেঞ্চুরি। এবার প্রতিপক্ষ অবশ্য শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেএসপিতে শিরোপা নির্ধারণী ম্যাচে শেখ জামালের দেয়া ৩১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জহুরুল ইসলাম অমির সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে সৌম্য তুলে নেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। ইনিংসটি সাজাতে ৮টি ছক্কা ও ৮টি চারের সাহায্য নিয়েছেন এই ওপেনার।
তার ব্যাটে ভর করেই ঢাকা প্রিমিয়ার লিগের ২০তম শিরোপার সুবাস ইতোমধ্যে পেতে শুরু করেছে আবাহনী।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি
** শিষ্যদের ইনজুরি ভাবনায় গুরু ওয়ালশ