Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফি ভাইয়ের জন্য যেন কিছু করতে পারি: মুশফিক


২৮ এপ্রিল ২০১৯ ১৫:৪১

এই বিশ্বকাপই হতে যাচ্ছে মাশরাফির শেষ! না, লাল সবুজের ক্রিকেটের দিন বদলের দলপতি একথা এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে বিভিন্ন আলোচনায় আকারে ইঙ্গিতে তিনি তা স্পষ্ট করেছেন। কাজেই বিদায় বেলায় প্রিয় অধিনায়ক, যিনি দলের সবাইকে আগলে রেখেছেন তাকে দু’হাত ভরে দিতে প্রস্তুত গোটা টাইগার কন্টিনজেন্ট। বিশ্বকাপে আইকনিক দলপতির জন্য বিষেশ কিছু করতে চাইছেন তার সতীর্থরা।

রোববার (২৮ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে একথা জানালেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

বিজ্ঞাপন

মুশফিক জানান, ‘মনে হয় এটাই একসাথে হয়তোবা আমাদের শেষ বিশ্বকাপও হতে পারে। মাশরাফি ভাই যদি এর পরে আর বিশ্বকাপ খেলতে না পারেন এটাই আমাদের এক সঙ্গে শেষ বিশ্বকাপ হতে পারে। তো আমরা সবাই চাইবো মাশরাফি ভাইয়ের জন্য হলেও যেন বিশেষ কিছু করতে পারি। যেটা কি না স্মরণীয় হতে পারে। আমার মনে হয় এটা অবশ্যই অনেক বড় সুযোগ। একই সাথে আমাদের সুযোগও অনেক বেশি আছে।’

মুশফিক

সবকিছু ঠিক থাকলে এনিয়ে চারটি বিশ্বকাপ খেলবেন মুশফিক। আগের তিন আসরে নামের পাশে আহামরি তেমন কোনো ইনিংসই নেই এই মিডল অর্ডারের। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৮৯ রানের ইনিংসটিই যা। তবে এবার নিজেকে ছাপিয়ে যেতে চাইছেন এই অভিজ্ঞ টাইগার। তবে এক্ষেত্রে তিনি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রতিপক্ষ ও ইংল্যান্ডের কন্ডিশনকে।

মুশফিক যোগ করেন, ‘অবশ্যই চাই। এমন একটি বড় ইভেন্টে সবাই চায় ইম্প্যাক্টফুল ইভেন্ট খেলতে। তো আমার মনে হয়, আমিও ব্যতিক্রম নই। তবে কন্ডিশন একটা চ্যালেঞ্জ থাকবে, প্রতিপক্ষ একটা চ্যালেঞ্জ থাকবে। অনেক দর্শক থাকবে। সব কিছু মিলিয়ে এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। কারণ চতুর্থবারের মতো আমি খেলতে যাচ্ছি। শেষ তিনটি বিশ্বকাপে আমি রান করেছি, আমার নিজেরও একটা ব্যতিক্তগত লক্ষ্য তো আছেই। এই বিশ্বকাপে যেন সবকিছুকে ছাপিয়ে যেতে পারি। আমি মনে করি সুযোগ আছে, সামর্থ্যও আছে। আমি সেভাবেই চেষ্টা করবো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

** যেখানে পাওয়া যাবে টাইগারদের বিশ্বকাপ জার্সি

অধিনায়ক বিশ্বকাপ মাশরাফি মুশফিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর