Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমন দিনেও সাকিবের ‘এমন’ আচরণ!


২৯ এপ্রিল ২০১৯ ১৭:৩০

আজ বাংলাদেশ বিশ্বকাপ দলের আনুষ্ঠানিক ফটোসেশন সাকিব সেটা জানতেন। কিন্তু বিষয়টিকে তিনি বোধহয় পাত্তাই দেননি। পাত্তা দিলে তো এমন হওয়ার কথা নয়! গতকাল আইপিএল থেকে দেশে ফিরে আজ বিসিবিতে এসেছিলেন এই টাইগার অলরাউন্ডার। দাপ্তরিক কাজ শেষ করেই সোজা বাসায় ফিরে গেছেন। এদিকে ফটোসেশনের জন্য ড্রেসিংরুমে তার অপেক্ষায় ছিল গোটা টাইগার শিবির। অপেক্ষায় থেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। এক পর্যায়ে তিনি সাকিবকে ফোন করলে তিনি জানিয়ে দেন ‘আমি চলে এসেছি।’

বিজ্ঞাপন

অগত্যা কী আর করা! তাকে ছাড়াই আনুষ্ঠানিক ফটোসেশনে দাঁড়িয়ে গেলেন মাশরাফিরা।

বিভিন্ন সময় সাকিবের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কথা পাপন শুনেছেন। কিন্তু আজ নিজের চোখেই দেখলেন। বাংলাদেশ ক্রিকেটের এমন একটি বিশেষ দিনেও সাকিবের এমন আচরণে তিনি স্তম্ভিত।

এ সময় সংবাদমাধ্যমের সামনে বিসিবি সভাপতি জানান, ‘এটা দুঃখজনক, আর কী বলবো? যেহেতু টিম ফটোসেশন ছিল। আমি এসেই জিজ্ঞেস করেছি। এমন কী আমি এখানে যখন ঢুকি তখন তাকে ফোন করেছিলাম। কোথায় তুমি? বললো আমি তো চলে এসেছি। আইপিএল খেলে সে যে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি। আমার সাথে যোগাযোগ হয়নি। পরে সে জানালো আপনার বাসায় আসবো রাতে। বলেছি, এখন একটু দেখা হোক। সে বললো- আমি তো চলে এসেছি।’

বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘জিজ্ঞেস করে জানলাম, সাকিবকে আগেই বলা হয়েছে ফটোসেশনের কথা। জাতীয় দল যাচ্ছে একসাথে, থাকবেও একসাথে। তাই ফটোসেশনেও একসাথে থাকবে এটা স্বাভাবিক। এমনিতেই তো অনুশীলন ছিল না। তার থাকাটা আমরা আশা করেছিলাম, কিন্তু সে তো নেই। এটাই বাস্তবতা।’

সাকিবের এমন আচরণ টিম ওয়ার্কে প্রভাব ফেলবে কী না? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে পাপন জানান, ‘আমার মনে হয় টিমের বাকিরা এতদিনে অভ্যস্থ হয়ে গেছে। যাই হোক, এছাড়া আর কী বলবো। আমি মনে করি এটা সাকিবের জন্য দুর্ভাগ্য। বিশ্বকাপ টিম যাচ্ছে, এটার সঙ্গে (ফটোসেশন) সে থাকতে পারল না। আমি মনে করি সেটা তার কপাল খারাপ।’

বাংলাদেশ টিম না হয় সাকিবের এমন আচরণে অভ্যস্ত, তাই বলে বিসিবিও হবে? বিসিবি সভাপতির কড়া উত্তর, ‘প্রশ্নই আসে না। কিন্তু টিম যেহেতু পরশু দিন চলে যাচ্ছে, এটা নিয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

** মাশরাফির শেষ বিশ্বকাপ
** বিশ্বকাপের জার্সি গায়ে মাশরাফিরা

টাইগার পাপন বিশ্বকাপ বিশ্বকাপ জার্সি বিসিবি সাকিব

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর