ছয়শতম গোলে মেসির চুরি তিন মিটার!
৪ মে ২০১৯ ১৩:৪৬
লিভারপুলের বিপক্ষে ফ্রিকিক থেকে দারুণ এক গোল করে ক্লাব ক্যারিয়ারের ৬০০ তম গোল পূর্ণ করেছেন লিওনেল মেসি। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে ফাউলের স্থান থেকে তিন মিটার এগিয়ে ফ্রিকিক নিয়েছেন তিনি।
লিভারপুল মিডফিল্ডার ফ্যাবিনহোর করা ফাউল থেকে ফ্রিকিক পায় বার্সেলোনা। আর নিয়মমাফিক ফ্রিকিক নিতে বল তুলে নেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে ফাউলের জায়গা থেকে বলটি তুলে গোলবারের তিন মিটার কাছে নিয়ে বল রাখেন মেসি।
রেফারি বহর্ণ কুইপার্সের সেদিকে ছিল না কোন ভ্রুক্ষেপ। অথবা সামান্য এই দূরত্ব নিয়ে হয়তো মাথা ঘামাননি ম্যাচ পরিচালক। রেফারি ভুল করলেও ভুল করেননি মেসি। ঠিকই বল জড়িয়েছেন জালে।
ব্রাজিলিয়ান গোলকিপার এ্যালিসন বেকারকে ফাঁকি দিয়ে ডান প্রান্তের টপ কর্ণার দিয়ে বল জালে। আর এই গোলেই মেসি পূর্ণ করেন ক্লাব ক্যারিয়ারে নিজের ৬০০ তম গোল। আর এ নিয়েই সরগরম স্প্যানিশ গণমাধ্যম।
সারাবাংলা/এসএস