‘সেন্সিবল’ সাকিব
৫ মে ২০১৯ ২০:২৬
আইপিএলের ২০ ওভারের ফরম্যাটে এতোদিন অনুশীলন আর ম্যাচ খেললেও ওয়ানডে ফরম্যাটে ফিরে দারুণ বোলিং করেছেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ১০ ওভার বল করে দিয়েছেন ৩০ রান। বিনিময়ে তুলে নিয়েছেন ১টি উইকেট।
উলভস টপঅর্ডার জেমস শ্যাননকে ফিরিয়ে দেন সাকিব। লিটন দাসের হাতে ধরা পড়ার আগে শ্যানন করেন ১৮ রান।
ম্যাচে সাকিব ছাড়া স্বাগতিকদের আর মাত্র ১টি উইকেটের পতন ঘটাতে সক্ষম হয়েছে স্টিভ রোডস শিষ্যরা। উইকেটটির শিকারি রুবেল হোসেন। ব্যক্তিগত ১৫ রানে মাহমুদউল্লাহ রিয়াদের নিরাপদ তালুতে পাঠিয়েছেন ওপেনার জ্যাক টেক্টরকে।
এই দুজন ছাড়া বাংলাদেশের আর কোন বোলারই সাফল্যের দেখা পাননি। সেই সুবাদে বড় সংগ্রহের পথে আইরিশ উলভসরা। তাসকিন, মিরাজ, ফরহাদ রেজা, সাব্বির রহমানরা কোনো উইকেট পাননি।
এ রিপোর্ট লেখা অবধি, ৩৭ ওভার শেষে মাত্র ২ উইকেটের খরচায় তাদের সংগ্রহ ১৯৭ রান। ওপেনার জেরম ম্যাককোলাম অপরাজিত আছেন ৯৮ রানে। আর সিমি সিং অপরাজিত ৫৮ রানে।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি