Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারের জন্য বিশ্বরেকর্ড গড়তে প্রস্তুত রিয়াল


১১ মে ২০১৯ ১৫:৩৬

রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের স্বপ্ন ছিল নেইমারকে বার্নাব্যুতে আনবেন। কিন্তু নানান বিতর্কের পর রিয়ালে নয়, বার্সায় পাড়ি জমান এই ব্রাজিলিয়ান। এরপর রেকর্ড ২২২ মিলিয়নে বার্সা ছেড়ে পিএসজি। তবে নেইমারকে চুক্তিবদ্ধ করার স্বপ্ন ছাড়েননি পেরেজ।

২০১৩ সালে মাত্র ৫৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে কাতালান ক্লাবে যোগ দেন নেইমার জুনিয়র। তবে পরবর্তীতে কোর্টে বার্সার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল স্বীকার করেন নেইমারকে চুক্তিবদ্ধ করতে তাদের খরচ ১১৪ মিলিয়ন। আর কর ফাঁকির দায়ে দুই বছরের সাঁজার সম্মুখীনও হতে হয়েছিল বার্সা প্রেসিডেন্টকে।

বিজ্ঞাপন

ক্যাম্প ন্যুতে চার বছর কাটানোর পরে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে নাম লেখান এই ব্রাজিলিয়ান। আর এরপর থেকে কম বিতর্কের মুখোমুখি হননি নেইমার।

রেফারিকে কটুক্তি করে তিন ম্যাচ নিষিদ্ধ উয়েফার সব ধরনের ফুটবল থেকে। এরপর কোপা দে ফ্রান্সের ফাইনালে হেরে সমর্থকের গায়ে হাত তুলে তিন ম্যাচ নিষিদ্ধ। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তার।

তবে এত বিতর্কের পরেও ক্রিস্টিয়ানো রোনালদোর শূণ্যস্থান পূর্ণ করতে নেইমারকেই প্রথম পছন্দ রিয়াল প্রেসিডেন্টের। আর তার জন্য ২৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতেও প্রস্তুত।

তবে এর জন্য নেইমারকেই নিতে হবে প্রথম পদক্ষেপটি। পিএসজির কাছে ট্রান্সফারের আবেদন করে রাজী করাতে হবে পিএসজির প্রেসিডেন্ট খেলাইফিকে। আর একমাত্র তখনই রিয়াল মাদ্রিদ দরকষাকষি করবে পিএসজির সাথে ।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর দলকে ঢেলে সাজাচ্ছেন জিনেদিন জিদান। তবে জিজু আসলেই নেইমারকে চান কিনা তা নিয়ে কোনো কথা বলেননি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ট্রান্সফার নেইমার পিএসজি রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর