Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরাজয় দিয়ে মৌসুম শেষ রিয়ালের


১৯ মে ২০১৯ ১৮:১৪

স্প্যানিশ লিগায় মৌসুমের শেষ ম্যাচটিতেও হারতে হলো রিয়াল মাদ্রিদকে। নিজেদের মাঠেই ২-০ গোলে হেরেছে রিয়াল। জিনেদিন জিদানের শিষ্যরা মৌসুমের শেষ ম্যাচে হেরেছে রিয়াল বেতিসের বিপক্ষে। বেতিসের হয়ে গোল দুটি করেন লরেন মোরন এবং জেসে।

ম্যাচের প্রথমার্ধে রিয়ালের হয়ে মাঠে ছিলেন কেইলর নাভাস, দানি কারভাহাল, রাফায়েল ভারানে, নাচো, মার্সেলো, লুকা মদ্রিচ, লরেন্তে, ভালভারদে, ব্রাহিমি দিয়াজ, করিম বেনজেমা, ভিনসিয়াস জুনিয়র। এই ম্যাচের মধ্যদিয়ে নাভাসের হয়তো রিয়াল মাদ্রিদের অধ্যায় শেষ হতে পারে। প্রধমার্ধে দুই দল গোলশূন্য সমতায় বিরতিতে যায়।

বিজ্ঞাপন

বিরতির পর ম্যাচের ৬১তম মিনিটে বেতিসের হয়ে প্রথম গোলটি করেন লরেন মোরোন। আর ৭৫ মিনিটে জেসের গোলে বেতিস ২-০ গোলে এগিয়ে যায়। এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে আতিথ্য নেওয়া বেতিস। রিয়ালের জার্সিতে বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন লুকাস ভাজকেজ, ইসকো এবং মার্কো অ্যাসেনসিও। গ্যারেথ বেলকে এই ম্যাচে নামানো হয়নি। পরের মৌসুমে এই ওয়েলস তারকা রিয়ালে নাও থাকতে পারেন।

পরাজয়ে শেষ হলো রিয়ালের এই মৌসুম। যেখানে কোনো শিরোপাই নেই চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দলটির।

তিন নম্বরে থেকে মৌসুম শেষ করলো রিয়াল। ৩৭ ম্যাচ খেলে বার্সার সংগ্রহ সর্বোচ্চ ৮৬, লিগে তাদের একটি ম্যাচ বাকি। অ্যাতলেতিকো মাদ্রিদ ৩৮ ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে মৌসুম শেষ করেছে। রিয়াল মাদ্রিদ ৩৮ ম্যাচ শেষে অর্জন করলো ৬৮ পয়েন্ট।

সারাবাংলা/এমআরপি

** লা লিগার ধারাভাষ্য দিলেন জামাল ভূঁইয়া

জিদান পরাজয় মৌসুম শেষ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর