Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিম ইন্ডিয়ার স্কোয়াডে কোনো পরিবর্তন আসছে না


২১ মে ২০১৯ ১৭:০৫

২৩ মে পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন। হাতে আরও সময় বাকি থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, তাদের স্কোয়াডে কোনো পরিবর্তন, সংযোজন বা বিয়োজন আসছে না। তার মানে প্রাথমিক দলে থাকা ১৫ জনই যাচ্ছে ইংল্যান্ড বিশ্বকাপে।

ভারতের ব্যাটিং লাইনআপ নিঃসন্দেহে বিশ্বসেরা। কিন্তু এই ব্যাটিং লাইনআপে চার নম্বর ব্যাটসম্যানটি কে হবে, সেটা নিয়েই ছিল যত আগ্রহ। এই পজিশনের জন্য প্রতিযোগিতাটা ছিল আম্বাতি রাইডু, ঋষভ পন্ত, বিজয় শংকর, অজিঙ্কা রাহানে, মনীশ পান্ডে, দিনেশ কার্তিকের মাঝে। তবে, উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক, তরুণ অলরাউন্ডার বিজয় শংকরের ভাগ্যেই শিকেটা ছিঁড়েছিল।

বিজ্ঞাপন

তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত, মিডলঅর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডুরা জায়গা পাননি বিশ্বকাপের স্কোয়াডে। পেস বোলিংয়ের ভার থাকবে ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামিদের উপর। স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। রাখা হয়নি রবীচন্দ্রন অশ্বিনকে।

ভারতের প্রাথমিক স্কোয়াড থেকে সংশয় ছিল একটি জায়গায়। আইপিএলে কাঁধে চোট পাওয়া কেদার যাদব বিশ্বকাপের আগে সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে উঠবেন কি না, তা নিয়েই ছিল সংশয়। তিনি ফিট না হয়ে উঠলে স্ট্যান্ড-বাই কোনো তারকার ভাগ্যে শিকে ছিঁড়তে পারতো। তাতে হয়তো ইংল্যান্ডের বিমান ধরার সুযোগ পেতেন আম্বাতি রাইডু, ঋষভ পন্ত। তবে, শেষ অবধি কেদার যাদব ফিট ঘোষিত হওয়ায় নির্বাচকরদের দল নির্বাচন নিয়ে নতুন করে বৈঠক ডাকতে হয়নি।

৫ জুন দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে দুবারের চ্যাম্পিয়ন ভারতের বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে খেলবে টিম ইন্ডিয়া।

বিজ্ঞাপন

ভারতের বিশ্বকাপ স্কোয়াড:
বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, হারদিক পান্ডিয়া, যুভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, বিজয় শংকর, কেদার যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, লোকেশ রাহুল, দিনেশ কার্তিক এবং রবীন্দ্র জাদেজা।

সারাবাংলা/এমআরপি

** সাকিব ফিরলে কি হবে মোসাদ্দেকের?

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ চূড়ান্ত দল টিম ইন্ডিয়া ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর