Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাচ নিতে স্টোকস লাফিয়েছিলেন সাড়ে সাত ফুট


৩১ মে ২০১৯ ০৯:১৫ | আপডেট: ৩১ মে ২০১৯ ১৫:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের মাঠের বিশ্বকাপটি স্বপ্নের মতো শুরু স্বাগতিক ইংল্যান্ডের। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স আর এরপর বল হাতে দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে ছাড়লো ইংলিশরা। আর ব্যাট-বলের সাথে ফিল্ডিংয়েও দুর্দান্ত ইংলিশরা। দলের ১০৪ রানের বড় জয়ে সামনে থেকেই ভূমিকা রেখেছেন অলরাউন্ডার বেন স্টোকস।

কেবল ব্যাটে বলেই নয়, বেন স্টোকস তার ফিল্ডিংয়ের কারিশমাও দেখিয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে। ব্যাট হাতে দলের সব থেকে প্রয়োজনের মুহূর্তে মাত্র ৭৯ বলে ৮৯ রান তুলেছেন। বল হাতে তো আরও বেশি ভয়ংকর। মাত্র ২ ওভার ৫ বলে ১২ রান দিয়ে তুলে নিয়েছেন দু’টি উইকেট।

প্রথম ইনিংসে ইংলিশদের দেওয়া ৩১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪.১ ওভারের বলটি করেন আদিল রশিদ। আর তার বলে হাওয়ায় উড়িয়ে শট করেন অ্যান্ডেল ফেলুকাও। আর তার এই ক্যাচটি অবিশ্বাস্যভাবে লাফ দিয়ে লুফে নেন বেন স্টোকস। ক্যাচটি ধরতে স্টোকস লাফ দেন প্রায় ২.২ মিটার উচ্চতায় ফুটের হিসেবে যা দাঁড়ায় প্রায় ৭ ফুট ৩ ইঞ্চি।

বিজ্ঞাপন

অসাধারণ এই ক্যাচ নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে এখন আলোচনা। কেউ কেউ তো এই ক্যাচকে সর্বকালের সেরা ক্যাচ হিসবেও আখ্যাও দিয়ে দিয়েছেন। স্টোকসের সতীর্থ স্টুয়ার্ট ব্রড ক্যাচটি দেখে টুইটারে নিজের দুই হাতে দিয়ে মুখ ঢাকা ছবি দিয়ে টুইট করে বলেছেন, ‘সরাসরি ম্যাচে যখন ক্যাচটি নিতে দেখলাম তখন আমার প্রতিক্রিয়া এটিই ছিল।’

প্রাক্তন উইন্ডিজ ক্রিকেটার ইয়ান বিশপ টুইটারে জানান, ‘সর্বকালের অন্যতম সেরা ক্যাচ ধরেছেন বেন স্টোকস। সে একজন দুর্দান্ত ক্রিকেটার।’ এছাড়াও সাবেক লঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ড বলেন, ‘অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছে বেন স্টোকস। এ ক্যাচ গুলো অনুশীলন করে ধরা যায় না। দুর্দান্ত!’ ইংল্যান্ড ক্রিকেটার গ্র্যাম সোয়ান বলছেন, ‘‘অবিশ্বাস্য! জীবনের সেরা ক্যাচ নিতে দেখলাম স্টোকসকে।’

এছাড়াও হার্শেল গিবস, মাইকেল ভন সহ আরও অনেক কিংবদন্তি ক্রিকেটার স্টোকসের অসাধারণ এই ক্যাচের প্রশংসায় পঞ্চমুখ। আর ইংলিশ দলপতিও স্টোকসের প্রশংসা করতে ভুলে যাননি ম্যাচ শেষে।

ইয়ন মরগান বলেন, ‘আজকের দিনটা আমাদের ছিল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই আমাদের ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। আশা করছি, পুরো বিশ্বকাপটাই এ ভাবেই খেলতে পারবো আমরা।’

আর স্টোকসের ক্যাচের সম্পর্কে অধিনায়ক মরগান বলেন, ‘ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিন ভাগেই আজ দুর্দান্ত ছিল স্টোকস। সে দারুণ একজন ক্রিকেটার। আর ফেলুকাওয়ের ক্যাচটা অসাধারণ দক্ষতার সঙ্গে ধরেছে সে। দলে এ রকম একজন ক্রিকেটার থাকলে বাকিরা সেই পারফরম্যান্স দেখে অনুপ্রাণিত হয়।’

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ ) এই লিঙ্কে ক্লিক করে।

সারাবাংলা/এসএস

ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বেন স্টোকস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর