বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে কোহলির চোট
২ জুন ২০১৯ ১৭:২৮
বিশ্বকাপে প্রথম ম্যাচে নামার আগে ইনজুরিতে পড়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দলের অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙ্গুলে আঘাত পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তবে, এ নিয়ে অফিসিয়ালি কোন বক্তব্য দেয়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।
তিন দিন পর (৫ জুন) দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রস্তুতি নিচ্ছিল ভারত। অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙ্গুলে ইনজুরি পেয়েছে দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।
এই সময় দলের ফিজিওথেরাপিস্ট প্যাটট্রিক ফারহার্ট মাঠে অনেকখন ধরেই আঙ্গুলের ইনজুরি দেখেছেন। পরে অনুশীলন শেষে কোহলিকে বরফভর্তি গ্লাসে আঙ্গুল ঢুকিয়ে বের হতে দেখা যায়।
ভারত দলের ম্যানেজম্যান্ট এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। কিন্তু ম্যাচ আগে বিরাটের এমন ইনজুরি ধাক্কা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামনে তিন দিন পরই বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচের লড়াইয়ে মাঠে নামবে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
পিটিআইয়ের বরাত দিয়ে টাইম্স অব ইন্ডিয়া জানায়, অনুশীলনের সময় নেটে ব্যাটিং করতে গিয়ে ইনজুরি পেয়েছে কোহলি। উদ্বীগ্নের কোনও কারণ নেই এখন।
ভারতের ইনজুরি তালিকায় কোহলির আঘাতটা যোগ হলো। মিডল অর্ডার ব্যাটসম্যান কেদার যাদব ঘাড়ের ইনজুরিতে ভুগছেন। রিকোভারি করছেন। অল রাউন্ডার ভিজয় শঙ্করও ইনজুরির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ মিস করেছেন।
সারাবাংলা/জেএইচ