Friday 25 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবার আগে মুমিনুলের দুই হাজার


৩১ জানুয়ারি ২০১৮ ১৬:২৫

স্টাফ করেসপন্ডেন্ট

দুই হাজার রানের মাইফলক থেকে বেশ দূরেই ছিলেন। কে জানত, মুমিনুল হক এই টেস্টেই সেটি ছুঁয়ে ফেলবেন! ৪৭ ইনিংসে করে ফেলেছেন ২ হাজার রান, বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে হয়েছে এই অর্জন। এর আগে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতকের দেখা পান বাংলাদেশের ব্র্যাডম্যান।

সেখানে অবশ্য বাকি সবাইকেই ছাড়িয়ে গেছেন মুমিনুল, ৪৭ ইনিংসেই করেন এই রান। বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ইনিংসে দুই হাজারের রেকর্ড ছিল তামিম ইকবালের (৫৩ ইনিংসে)।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত দুই হাজারের রেকর্ডটি অবশ্য প্রায় ধরাছোঁয়ার বাইরে, ডন ব্র্যাডম্যান সেটি করেছিলেন মাত্র ২২ ইনিংসে। তবে মুমিনুল হক ৪৭ ইনিংসে তা করে সঙ্গে পেয়েছেন বেশ কয়েকজন গ্রেটকে। অস্ট্রেলিয়ার ক্লেমন হিল, ডিন জোন্স আর এখনকার অধিনায়ক স্টিভ স্মিথও ছুঁয়েছেন ৪৭ ইনিংসে।

ইংল্যান্ডের বিল পন্সফোর্ড, অ্যান্ড্রু স্ট্রাউস আর শ্রীলঙ্কার সনাত জয়াসুরিয়াকেও সেখানে পাশে পাচ্ছেন মুমিনুল।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরলেন মির্জা ফখরুল
২৬ অক্টোবর ২০২৪ ০১:৩০

সম্পর্কিত খবর