নেইমারের ইনজুরিনামা
৬ জুন ২০১৯ ১৬:৪৩
কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়ে কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নেইমার জুনিয়র। ঘরের মাঠ ব্রাজিলে এবার বসছে কোপার আসর। আর সেখান থেকেই ছিটকে গেলেন এই তারকা ফুটলার।
তবে এই ইনজুরি তার ক্যারিয়ারের প্রথম নয়। ২০১৪ সালের পর থেকে সব মিলিয়ে মোট ১৮ বার নানান ধরণের ইনজুরিতে আক্রান্ত হয়েছেন নেইমার। আর ১৮ বারের ইনজুরিতে পড়ে খেলতে পারেননি ৭১টি ম্যাচ।
ক্লাব এবং দেশের হয়ে ইনজুরিতে পড়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছেন অনেকবার। আর তার অনুপস্থিতে তার দলও গুরুত্বপূর্ণ সময়ে দেখেনি জয়ের মুখ। শরীরের যেসব জায়গায় ইনজুরিতে পড়েছেন তার তালিকা সাথে সময় এবং খেলতে না পারা ম্যাচের সংখ্যাও দেওয়া হলো।
ডান পায়ের গোড়ালি: ১৮ বার ইনজুরির শিকার নেইমারকে সব থেকে বেশি পাঁচ ভুগিয়েছে ডান পায়ের গোড়ালি। জানুয়ারি ২০১৪ সালে প্রথম ডান পায়ের গোড়ালিতে চোট পায় নেইমার। সেবার ৮টি ম্যাচ খেলতে পারেননি নেইমার।
এরপর একই স্থানে চোট পান সেপ্টেম্বর ২০১৭ সালে। সেবার নেইমার ১টি ম্যাচ খেলতে পারেননি। এরপরে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে আবারও ডান পায়ের গোড়ালিতে আঘাত পান নেইমার। সেবার ১৮টি ম্যাচ খেলা থেকে দূরে থাকতে হয়েছিল নেইমারকে।
জানুয়ারি ২০১৯ সালে আবারও একই জায়গায় আঘাত পায় নেইমার। প্রায় আড়াই মাস মাঠের বাইরে থেকে ১৮টি ম্যাচ খেলতে পারেননি নেইমার। কোপা আমেরিকার ঠিক আগে জুন ২০১৯ সালে আবারও একই জায়গায় আঘাত পেয়ে ছিটকে গেছেন কোপা আমেরিকার পুরো টুর্নামেন্ট থেকেই। তবে কত ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে এখনই বলা যাচ্ছে না।
বাম পায়ের গোড়ালি: ডান পায়ের গোড়ালিতে দুইবার ইনজুরিতে পড়েছেন নেইমার। আর খেলতে পারেননি ৫টি ম্যাচ। ২০১৪ সালের এপ্রিলে ডান পায়ের গোড়ালির আঘাতের কারণে চার ম্যাচ মাঠের বাইরে ছিলেন। আর সে বছরের আগস্টে আবারও একই ইনজুরিতে পড়ে এক ম্যাচ খেলতে পারেননি এই তারকা ফুটবলার।
ডান উরু: ডান উরুতে এখন পর্যন নেইমার চারবার ইনজুরিতে পড়েছেন। আর এই চারবারে মোট ৮টি ম্যাচ খেলতে পারেননি নেইমার। ডিসেম্বর ২০১৬ সালে প্রথম ডান উরুর ইনজুরিতে পড়েন নেইমার আর সেবার দুইটি ম্যাচ খেলতে পারেননি তিনি।
এরপর ২০১৮ সালের জানুয়ারিতে আবারও একই ইনজুরিতে পড়ে নেইমার, সেবারও দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। একই বছরের নভেম্বরে আবারও এই ইনজুরিতে পড়েন তিনি, এ যাত্রায় এক ম্যাচ খেলতে পারেননি নেইমার।
ডান উরুতে শেষ ইনজুরিতে পড়েন ২০১৮ সালেরই ডিসেম্বরে। সেবার খেলতে পারেননি তিনটি ম্যাচ।
বাম উরু: ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত মোট চার বার বাম উরুর ইনজুরিতে পড়েছে নেইমার। আর এই চারবারের ইনজুরিতে নেইমার খেলতে পারেননি ছয়টি ম্যাচ। ২০১৫ সালের ডিসেম্বরে বাম উরুর ইনজুরিতে পড়ে তিন ম্যাচ খেলতে পারেনি নেইমার। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে এই ইনজুরির কারণে খেলেননি ১টি ম্যাচ।
২০১৭ সালের মার্চ এবং নভেম্বরে পৃথক দুই ইনজুরিতে মিস করেন একটি করে মোট দুইটি ম্যাচ।
মেরুদন্ড: ২০১৪ সালে বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের সময় মেরুদন্ডের আঘাতে বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যায় নেইমারের। সেই ইনজুরিটা এতটাই মারাত্মক ছিল যে শেষ হয়ে যেতে বসেছিল নেইমারের ফুটবল ক্যারিয়ার। তবে সে যাত্রা মাত্র ২টি ম্যাচ খেলতে পারেননি নেইমার।
পাঁজর: ২০১৮ সালের জানুয়ারিতে পাঁজরের ইনজুরির কারণে একটি ম্যাচ মিস করেন নেইমার।
কাঁধ: নেইমার এখন পর্যন্ত মাত্র একবার কাঁধের ইনজুরিতে পড়েছেন। ২০১৫ সালের আগস্টে কাঁধের ইনজুরিতে পড়ে চারটি ম্যাচ খেলতে পারেননি নেইমার।
মাত্র পাঁচ বছরের ব্যবধানে ১৮টি পৃথক ইনজুরিতে পড়েছে নেইমার। একজন ফুটবলারের কাছে তার ফিটনেসটাই সব থেকে বড় অস্ত্র। আর ব্রাজিলিয়ান এই তারকা দিনকে দিন যেন হারিয়ে ফেলছে সেই অস্ত্রটিই।
** ইনজুরিতে কোপায় খেলার স্বপ্ন শেষ নেইমারের
সারাবাংলা/এসএস
ইনজুরি ইনজুরি তালিকা কোপা আমেরিকা ২০১৯ নেইমার জুনিয়র ফুটবল ব্রাজিল