আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন যুবরাজ সিং
১০ জুন ২০১৯ ১৪:৩৫
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং। সোমবার (১০ জুন) সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই ক্রিকেটার।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। তবে ক্যান্সারকে হার মানিয়ে আবারও ফিরেছিলেন ক্রিকেটে। তবে মেলে ধরতে পারেননি নিজেকে সেই আগের যুবরাজের রূপে। ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ২০১৭ সালে। এরপর নীল জার্সি জড়িয়ে আর মাঠে নামা হয়নি ২০১১ বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের।
অবসরে যাওয়ার আগে ভারতের হয়ে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে প্রায় ১১ হাজার রান যোগ করেছেন নিজের নামের পাশে। ভারতের হয়ে ২০৪টি ওডিআই ম্যাচ, ৪০টি টেস্ট আর ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।
৪০ টেস্টে প্রায় ৩৪ ব্যাটিং গড়, ওয়ানডেতে সেই গড় সাড়ে ৩৬ আর টি-টোয়েন্টিতে তার ব্যাটিং গড় ২৮। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে মোট ১৫৮টি উইকেটও নিজের নামের পাশে যুক্ত করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইসিসির অনুমোদিত টি-টোয়েন্টি লিগে খেলবেন যুবরাজ।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: আমার বিশ্বাস লিটন-মোসাদ্দেক ভাল করবে: ম্যাকেঞ্জি
সারাবাংলা/এসএস