Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিও জানি কিভাবে তিরস্কার করতে হয়: নেইমার


১ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪৮

সারাবাংলা ডেস্ক

রেনেকে ৩-২ গোল হারিয়ে লিগ ওয়ানের ফাইনালে নাম লিখিয়েছে পিএসজি। জয় নিয়ে নয়, ম্যাচ শেষে আলোচিত-সমালোচিত বিতর্কে জড়ানো নেইমার।

ম্যাচের এক পর্যায়ে মাটিতে পড়ে গিয়েছিলেন রেনের হামারি ট্রাউরি। নেইমার তার দিকে বাড়িয়ে দিয়েও শেষ মুহূর্তে হাত সরিয়ে নেন। ম্যাচ শেষে এটা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় রেনে।

ব্যাপারটি নিছক মজা বলেই উড়িয়ে দিয়েছেন নেইমার। ব্রাজিল সুপারস্টার জানান, ‘ফুটবলটা তো এখন বেশ বোরিং হয়ে গেছে। কারণ, আমরা কিছুই করতে পারি না। সব কিছুতেই বিতর্ক। মনে করুন আমি হাত বাড়িয়ে সেটা পরে গুটিয়ে নিয়ে মজা করলাম। আর এটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল। আমি তো এটা বন্ধুদের সঙ্গেও করি। তবে কেন প্রতিপক্ষের সঙ্গে করতে পারব না? এটা মজাই ছিল।’

নেইমার আরও যোগ করেন, ‘রেনের খেলোয়াড়রা আমাকে আঘাত করে থামাতে চেয়েছিল। আমি চেয়েছিলাম ফুটবল খেলতে। তারা আমাকে তিরস্কার করছিল। আমিও জানি কিভাবে তিরস্কার করতে হয়। সেটা আমি নিজের মতো করেই করি, বল আর ফুটবল দিয়ে।’

শেষ সময়ে নেইমার জানালেন আসল কথা, ‘আমি নিজেকে রক্ষা করতে জানি। যদি কোনো ডিফেন্ডার আমাকে তিরস্কার করে, আমিও তাদের তিরস্কার করব, সাহায্য করব না।’

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর