রোনালদোকে পেছেন ফেলে আবারও শীর্ষে মেসি
১২ জুন ২০১৯ ১১:০২
রোনালদো-মেসি দ্বৈরথটা চলে আসছে তা প্রায় এক যুগ। দুইজনের বয়সই ত্রিশ পেরিয়েছে। তবে তাদের দ্বৈরথটা এখনো কমেনি বরংচ বেড়েছে বহুগুণে। কখনো মেসি রোনালদোকে ছাড়িয়ে যান তো কখনো রোনালদো মেসিকে পেছনে ফেলেন। কেবল মাঠের খেলাতেই একে অন্যকে অনন্য এক উচ্চতায় যেতে সাহায্য করে তা নয়। মাঠের বাইরেও তাদের প্রতিদ্বন্দ্বীতা বিদ্যমান।
খেলার মাঠে রোনালদো হ্যাটট্রিক করলে মেসিও হ্যাটট্রিক করে জমিয়ে তোলেন প্রতিদ্বন্দ্বীতা। আবার মেসি শিরোপা জিতলে পরের মৌসুমে রোনালদোও শিরোপা জিততে মরিয়া। এবার অবশ্য মাঠের খেলায় মেসি রোনালদোকে পেছেন ফেলেনি।
মাঠের বাইরের লড়াইয়ে রোনালদোকে বেশ পেছেন ফেলে দিয়েছে লিওনেল মেসি। ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সব থেকে বেশি আয়করা ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করেছে। আর সেখানে রোনালদোর থেকে প্রায় ১৮ মিলিয়ন ডলার বেশি আয় করে সবার শীর্ষে বার্সেলোনা তারকা লিওনেল মেসি।
এই তালিকায় শীর্ষ দশের প্রথম তিনজনই ফুটবলা খেলোয়াড়। শীর্ষে লিওনেল মেসি, দ্বিতীয় স্থানে ক্রিস্টিয়ানো রোনালদো আর তৃতীয় স্থানে আছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। মেসির বাৎসরিক আয় প্রায় ১২৭ মিলিয়ন ইউএস ডলার, রোনালদোর ১০৯ মিলিয়ন ডলার আর নেইমারের ১০৫ মিলিয়ন ডলার।
তালিকায় আরও আছেন কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার। আমেরিকার বাস্কেটবল তারকা লেবরন জেমস।
- শীর্ষ আয়করা ক্রীড়াবিদদের তালিকা:
১. লিওনেল মেসি ১২৭ মিলিয়ন ইউএস ডলার
২. ক্রিস্টিয়ানো রোনালদো ১০৯ মিলিয়ন ডলার
৩. নেইমার জুনিয়ির ১০৫ মিলিয়ন ডলার
৪. ক্যানসেলো আলভারেজ (বক্সার) ৯৪ মিলিয়ন ডলার
৫. রজার ফেদেরার (টেনিস) ৯৩.৫ মিলিয়ন ডলার
৬. রাসেল উইলসন (রাগবি) ৮৯.৫ মিলিয়ন ডলার
৭. অ্যারণ রজার্স (রাগবি) ৮৯.৩ মিলিয়ন ডলার
৮. লেবরন জেমস (বাস্কেট বল) ৮৯ মিলিয়ন ডলার
৯. স্টেফ কারি (বাস্কেট বল) ৭৯.৮ মিলিয়ন ডলার
১০. কেভিন ডুরান্ট (বাস্কেট বল) ৬৫.৪ মিলিয়ন ডলার
লিওনেল মেসি তার বেতন থেকেই ৯২ মিলিয়ন ডলার আয় করেন। আর বিভিন্ন বিজ্ঞাপনদাতাদের থেকে আয় করেন বাকি ৩৫ মিলিয়ন ডলার।
আরও পড়ুন: ইউরোর বাছাই পর্বে জয় ফ্রান্স-জার্মানির
সারাবাংলা/এসএস
ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার বিশ্বের সেরা মেসি-রোনালদো লিওনেল মেসি শীর্ষ আয়করা