Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কাকে ৩৩৫ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া


১৫ জুন ২০১৯ ১৯:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি বিশ্বকাপের ২০তম ম্যাচে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে। শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় লন্ডনের দ্য ওভাল স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ৩৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অজিরা।

অধিনায়ক অ্যারন ফিঞ্চের অনবদ্য ইনিংসে রানের পাহাড় গড়ে অজিরা। উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নার এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ দারুণ শুরু করেন। ওয়ার্নার ২৬ রান করে আউট হলেও এক প্রান্ত থেকে অজিদের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান ফিঞ্চ।

বিজ্ঞাপন

তবে ফিঞ্চকে সঙ্গ দিতে পারেননি তিন নম্বরে নামা উসমান খাজা। মাত্র ১০ রান করেই ড্রেসিং রুমে ফিরে যান খাজা। তবে চারে ব্যাট করতে নামা সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথকে নিয়ে বড় জুটি গড়েন ফিঞ্চ।

স্মিথকে সাথে নিয়ে ১৭৩ রানের বিশাল পুঁজি গড়েন অধিনায়ক ফিঞ্চ। তুলে নেন ১৪ তম ওয়ানডে শতক। শেষ পর্যন্ত ১৩২ বলে ১৫৩ রানের দারুণ ইনিংস খেলে উদানার বলে করুণারত্নের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ফিঞ্চ।

ফিঞ্চের আউট হওয়ার পরের ওভারে স্মিথও ফিরে যান ড্রেসিং রুমে। ফিঞ্চ শতকের দেখা পেলেও, শতক থেকে মাত্র ২৭ রান দূরে থেকে আউট হন স্মিথ। শেষ দিকের ব্যাটসম্যানরা কেবল যাওয়া আসার মিছিলে যোগ দিলে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মোট সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৩৩৪ রান।

লঙ্কানদের হয়ে ধনঞ্জয়া ডি সিলভা ও ইসুরু উদানা দু’টি করে উইকেট তুলে নেন।

৩৩৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, লাহিরু থিরিমান্নে এবং নুয়ান প্রদীপ।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, জেসন বেহেনড্রফ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন এবং মিচেল স্টার্ক।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: চারেই শেষ দেখছেন না তামিম

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা অ্যারন ফিঞ্চ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শতক

বিজ্ঞাপন

আড়ংয়ে চাকরির সুযোগ
১০ জুলাই ২০২৫ ১২:০৫

আরো

সম্পর্কিত খবর