Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কীর্তিতে সাকিব অনন্য


২৪ জুন ২০১৯ ২২:১০

আফগান ওপেনার রহমত শাহকে নিজের প্রথম ওভারেই বিদায় করে সাকিব টপকে যান ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেবকে। ফিফটি প্লাস ইনিংস আর কমপক্ষে এক উইকেট নেওয়ার কীর্তিতে সাতবার নাম লেখানো সাকিব বিশ্বকাপে ১ হাজার রান করেছেন। পেয়েছেন ৩০টির বেশি উইকেট। এই কীর্তিতে সাকিব একাই।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো উইকেট তুলে নিতে পারেননি সাকিব। সোমবার (২৪ জুন) আফগানিস্তানের বিপক্ষে বল হাতে নিজের প্রথম ওভারেই ওপেনার রহমত শাহর উইকেট তুলে নেওয়ার মধ্যদিয়ে সাকিব টপকে যান ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেবকে। বিশ্বমঞ্চে সাকিবের উইকেট বেড়ে দাঁড়ায় ২৯টি। বিশ্বকাপে কপিলের উইকেট ২৮টি।

বিজ্ঞাপন

পরে ইনিংসের ২৯তম ওভারে আফগান দলপতি গুলবাদিন নাইব এবং এক বল পর মোহাম্মদ নবীকেও ফিরিয়ে দেন সাকিব। ইনিংসের ৩৩তম ওভারে ফিরিয়ে দেন সাবেক দলপতি আসগর আফগানকে। তাতে সাকিবের উইকেট বেড়ে দাঁড়ায় ৩২টি। কপিল দেব ২৬ ম্যাচের ২৫ ইনিংসে বল করে ২৮ উইকেট পান। সাকিব ২৭ ম্যাচের ২৭ ইনিংসে পেলেন ৩২টি উইকেট। বিশ্বকাপে ২৯ উইকেট আছে ইংল্যান্ডের ফিল ডেফ্রেইটাসের।

ব্যাট হাতে ৫০ প্লাস আর বল হাতে কমপক্ষে ১ উইকেট এমন কীর্তিতে সপ্তমবার নাম লেখান সাকিব। যা বিশ্বরেকর্ডও বটে। সাকিবের পরেই আছেন দিলশান, লঙ্কান এই অলরাউন্ডার এই কীর্তিতে নাম লিখিয়েছেন ৬ বার। এখানেই থেমে থাকেনি সাকিবের দুর্দান্ত কীর্তি। বিশ্বকাপের আসরে ১ হাজার রান আর ৩০ উইকেটের (কমপক্ষে) কীর্তিতে নাম লেখান সাকিব। যা আর কারো নেই। বিশ্বকাপে সর্বাধিকবার একই ম্যাচে ৫০+ রান ও ২+ উইকেট সাকিব নিয়েছেন চারবার। সাকিবের মতো চারবার এই কীর্তিতে নাম লিখিয়েছিলেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং।

বিজ্ঞাপন

ব্যাটে হাতে দুর্দান্ত ছন্দে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শুধু রান করাই নয়, উইকেট শিকারেও শীর্ষে সাকিব। বিশ্বকাপে বাংলাদেশি বোলার হিসেবে ২৭ ম্যাচে এ রিপোর্ট লেখা অবধি, ৩২ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। উইকেট শিকারে তার ঠিক পড়ে আছেন আব্দুর রাজ্জাক, তার শিকার ১৫ ম্যাচে ২০ উইকেট। বিশ্বকাপের ইতিহাসে ৭১ উইকেট শিকার করে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

** সাকিবের ৪৫তম ফিফটি, চলতি বিশ্বকাপে পঞ্চম ফিফটি প্লাস
** যে তালিকায় সাকিব ১৯তম
** কপিলকে টপকে গেলেন সাকিব

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ র‌্যাবিটহোল সাকিব

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর