Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিসংখ্যানে টাইগারদের অবস্থান যেখানে


২৫ জুন ২০১৯ ১১:৫৮

বিশ্বকাপে মূল পর্বে এখন পর্যন্ত (২৪ জুন) বেশিরভাগ দলই খেলেছেন কমপক্ষে ৬টি করে ম্যাচ। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা আর আফগানিস্তান খেলেছে ৭টি করে ম্যাচ আর ভারত খেলছে ৫টি ম্যাচ।

বিশ্বকাপের সিংহভাগ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার সবার ওপরে অবস্থান নিউজিল্যান্ডের আর তলানিতে আফগানিস্তান। ৭ মাচে তিন জয়, তিন হার আর এক ড্র’তে বাংলাদেশের পয়েন্ট ৭। অবস্থান করছে পাঁচে।

পয়েন্ট টেবিল:

দল    ম্যাচ জয় পরাজয় ড্র পয়েন্ট নেট রানরেট
নিউজিল্যান্ড    ৬ ১১ ১.৩০৬
অস্ট্রেলিয়া    ৬ ১০ ০.৮৪৯
ভারত     ৫ ০.৮০৯
ইংল্যান্ড    ৬ ১.৪৫৭
বাংলাদেশ    ৭ -০.১৩৩
শ্রীলঙ্কা    ৬ -১.১১৯
পাকিস্তান    ৬ -১.২৬৫
উইন্ডিজ    ৬ ০.১৯
দক্ষিণ আফ্রিকা    ৭ -০.৩২৪
আফগানিস্তান    ৭ -১.৬৩৪

৭ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলে টাইগারদের পাঁচে থাকার পেছনে সব থেকে বেশি অবদান রেখেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে এখন পর্যন্ত বিশ্বকাপে সব থেকে বেশি সেঞ্চুরি (২টি) আর সব থেকে বেশি অর্ধশতক (৩টি) তারই। সেই সাথে আছে সব থেকে বেশি বাউন্ডারিও।

বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা:

প্লেয়ার    ইনিংস মোট রান সর্বোচ্চ রান ব্যাটিং গড় স্ট্রাইক রেট ১০০/৫০ ৬/৪
সাকিব আল হাসান    ৬ ৪৭৬ ১২৪ ৯৫.২০ ৯৯.১৬ ২/৩ ২/৪৮
ডেভিড ওয়ার্নার    ৬ ৪৪৭ ১৬৬ ৮৯.৪০ ৮৭.৩০ ২/২ ৬/৪০
জ রুট    ৬ ৪২৪ ১০৭ ৮৪.৮০ ৯২.৭৭ ২/৩ ২/৩৫
অ্যারন ফিঞ্চ    ৬ ৩৯৬ ১৫৩ ৬৬.০০ ১১৪.৬৭ ১/৩ ১৬/৩৫
কেইন উইলিয়ামসন    ৪ ৩৭৩ ১৪৮ ১৮৬.৫০ ৮০.৫৬ ২/১ ২/৩৩

বিশ্বকাপের আগেই ধারণা করা হয়েছিল এবারের বিশ্বকাপটি ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য হবে। এবং তাতে সন্দেহ নেই কোনো। তবে ব্যাটসম্যানদের সাথে সাথে দাপট দেখিয়ে যাচ্ছে বোলাররাও। এখন পর্যন্ত সেরা বোলারদের তালিকার শীর্ষ পাঁচের সবাইই পেসার।

বিজ্ঞাপন

বোলারদের পারফরম্যান্স:

বোলার    ইনিংস উইকেট বেস্ট বোলিং ইকোনমি
মোহাম্মদ আমির    ৫ ১৫ ৫/৩০ ৪.৭৬
জোফরা আর্চার    ৬ ১৫ ৩/২৭ ৪.৯০
মিচেল স্টার্ক    ৫ ১৫ ৫/৪৬ ৫.৪২
লুকি ফারগুসন    ৫ ১৪ ৪/৩৭ ৪.৭৬
মার্ক উড    ৫ ১২ ৩/১৮ ৪.৭৫

টাইগার বোলারদের মধ্যে সেরা দশে আছেন তিনজন। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। তিনজনই ১০টি করে উইকেট তুলে নিয়েছেন।

বোলার    ওভার রান উইকেট ইকোনমি
সাকিব আল হাসান    ৫৪ ৩০১ ১০ ৫.৫৭
মোস্তাফিজুর রহমান    ৫২.১ ৩৫০ ১০ ৬.৭০
মোহাম্মদ সাইফউদ্দিন    ৪২ ২৮১ ১০ ৬.৬৯

নিজেদের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে বাংলাদেশ লড়বে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: বাংলাদেশ একজনের উপর নির্ভর করে না: সাকিব

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার পয়েন্ট টেবিল বাংলাদেশ বিশ্বকাপ স্পেশাল সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর