Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ এখনো উন্মুক্ত, মনে করছেন খালেদ মাহমুদ


২ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৯

চট্টগ্রাম থেকে প্রতিনিধি

রঙ্গনা হেরাথ গতকাল এসে বলেছিলেন, ম্যাচে এখনো দুই দলের পাল্লা সমান। আজ শ্রীলঙ্কার সহকারী কোচ থিলান সামারাবীরা তেমন কিছু বললেন না বটে, তবে ম্যাচের চিত্রটা তো তাতে আড়াল হয়ে যায় না। খালেদ মাহমুদ সুজনই স্বীকার করলেন, শ্রীলঙ্কা এখনো এগিয়ে আছে। তবে বাংলাদেশের এখনো সুযোগ আছে বলেই মনে করছেন দলের টেকনিক্যাল ডিরেক্টর।

তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা পিছিয়ে মাত্র নয় রানে। চতুর্থ দিন তারা চাইবে, লিড যতটা সম্ভব বাড়িয়ে নিতে। সামারবীরাও সংবাদ সম্মেলনে এসে তা জানিয়ে গেলেন। সেটা হলে বাংলাদেশকেই ম্যাচ বাঁচাতে অনেক লড়াই করতে হতে পারে। খালেদ মাহমুদ অবশ্য এখনই সেই চিন্তা মাথায় আনছেন না।

‘অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। দুটি দিন বাকি আছে। কালকে দিনটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কালকে কত দ্রুত ওদের অলআউট করতে পারি, লিডটা কত বড় হয়, সেটা সবচেয়ে বড় কথা । পাশাপাশি আমাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং অনেক ভালো করতে হবে। ম্যাচ এখনও উন্মুক্ত, আমি মনে করি।’

আপাতত সুজন চতুর্থ দিন সকালে দ্রুত কিছু উইকেট নিয়েই ফিরতে চান ম্যাচে, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো ব্যাট করতে হবে। কত দ্রুত ওদের অলআউট করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। কাল প্রথম ঘণ্টায় ২-৩ টা উইকেট নিতে পারলে হয়তো আমরা নিয়ন্ত্রণে ফিরতে পারব।’

আজ শুক্রবার শেষ সেশনে ৩২ ওভারে ৮৮ রান দিয়ে বাংলাদেশ একটু লাগাম টেনে ধরেছে শ্রীলঙ্কার। সুজন সেটি থেকেও প্রেরণা নিচ্ছেন, ‘আজকে শেষ সেশনটা ভালোই ছিল আমাদের। খুব বেশি রান করতে দেইনি ওদের। কালকে সকালে উইকেট কেমন থাকে সেটা একটা বড় ব্যাপার। আমি বিশ্বাস করি, খুব খারাপ এখনও হয়নি।’

বিজ্ঞাপন

কিন্তু শ্রীলঙ্কা রান-পাহাড়ে ওঠার পর কি বোলারদের কাঠগড়ায় দাঁড় করানো উচিত? উইকেট ব্যাটিং-বান্ধব হলেও সুজন স্বীকার করছেন, বোলিং আজ আরও ভালো হতে পারত, ‘কিছু সময়ে আমরা অবশ্যই ভালো বোলিং করেছি। তবে টেস্ট ম্যচে জুটি বেধে বোলিং করা গুরুত্বপূর্ণ। সেটা ওভাবে হয়নি। পরিকল্পনা ছিল একদিক থেকে আমরা আক্রমণ করব, আরেকদিক থেকে রক্ষণাত্মক থাকব, সেটা হয়নি।’

নিজের অসন্তুষ্টির কথাও জানিয়ে দিলেন, ‘আমরা খুব ভালো করিনি আসলে। খুব একটা সন্তুষ্ট নই আমি। উইকেট ব্যাটিংয়ে জন্য খুব ভালো। তার পরও আমরা আরও ভালো করতে পারতাম বোলিং।’

কাল সকালে কি বোলাররা একটু হলেও আক্ষেপটা ঘোঁচাতে পারবেন?

সারাবাংলা/এএম/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর