ইংলিশদের যত গর্জে তত বর্ষে না: পন্টিং
২৭ জুন ২০১৯ ১০:৪৫
ইংল্যান্ড বিশ্বকাপে স্বাগতিকরা ফেবারিট হিসেবেই শুরু করেছিল। তবে এখন সেমিতে ওঠার সম্ভবনাটাই ঝুলে আছে তাদের। আর তাই তো জ্বলছে এখন ইংলিশরা। সেই আগুনে আরও একটু যেন ঘি ঢেলে দিলেন অজি কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং।
ইংলিশদের সাথে অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বীতা ক্রিকেটের সেই জন্মলগ্ন থেকেই। একে অপরকে ছাড় দিতে একদমই নারাজ এই দুই দেশ। তাই তো বার্মি আর্মি যখন ঘোষণা দিল ওয়ার্নার-স্মিথদের মাঠে দুয়ো দেবে তখন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান জানালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মতো উদারতা দেখাবেন না তিনি। সমর্থকদের দুয়ো দিতে নিষেধ করবেন না তিনি।
অজিদের বাধা উৎরাতে পারেনি ইংলিশরা। হেরেছে ৬৪ রানে। আর এর আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছেও হেরেছে ২০ রানে। এতেই ইংলিশদের সেমির স্বপ্ন হয়ে গেছে ম্লান। ইংলিশদের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থেকে বাংলাদেশ তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। নিজেদের বাকি দুই ম্যাচ হারলেই সেমি থেকে ছিটকে যাওয়ার সম্ভবনা মরগানদের সামনে।
আর এই সুযোগে ইংলিশদের এক হাত নিতে একদমই ভুল করলেন না রিকি পন্টিং। বিশ্বকাপের আগে ইংলিশরা বলেছে এবারের বিশ্বকাপে ৪শত রান করার ক্ষমতা কেবল তাদেরই আছে। আর এই কথা নিয়েই রসিকতা করেছেন পন্টিং। তিনি বলেন, ‘ইংলিশরা যে ৪০০ রান করার কথা এতবার বললো, কোথায় তাদের তো একবারও তা করতে দেখলাম না।’
অজি এই গ্রেট আরও বলেন, ‘সাধারণ দ্বিপাক্ষিক সিরিজ খেলা আর বিশ্বকাপে খেলার মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যা বিশ্বকাপের আগে ইংলিশরা অনেক গুলো দ্বিপাক্ষিক সিরিজে অনেক বড় বড় স্কোর করেছে কিন্তু এটা বিশ্বকাপ। আমার মনে হয় ওরা বিশ্বকাপের চাপ সামলাতে পারছে না।’
ইংলিশরা নিজেদের শেষ দুই ম্যাচে লড়বে শক্তিশালী ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। বাঁচা মরার লড়াইয়ে এই দুই ম্যাচে পা হড়কালে চলবে না ইংলিশদের। আর দুই ম্যাচই হারলে পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের সম্ভবনা থাকবে সেমিতে খেলার সুযোগ।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: এবার ভাগ্য বদলাবে মাশরাফিদের?
সারাবাংলা/এসএস
ইলিশ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ বাংলাদেশ রিকি পন্টিং