Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের মাঠেই শেখ জামালের কাছে হারলো আরামবাগ


২৭ জুন ২০১৯ ১৮:৫০

ঢাকা: জয়ে ফেরা আরামবাগ ক্রীড়া সংঘ আরেকবার হারের বৃত্তে ঢুকলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) ১৬ তম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠেই শেখ জামালের কাছে হেরেছে মতিঝিলের ক্লাবটি।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) ময়মনসিংহ স্টেডিয়ামে আরামবাগের ঘরের মাঠে ১-০ ব্যবধানে হারিয়েছে শেখ জামাল।

এ জয়ে বিপিএলের এগারতম আসরে দুই লেগেই আরামবাগকে হারিয়েছে শেখ জামাল। প্রথম লেগে ২-০ ব্যবধানে হেরেছিল মারুফুল হকের শিষ্যরা।

আজকের ম্যাচে দুই গাম্বিয়ানের ঝলকে মূলত জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই আরামবাগের রক্ষণভাগে ভুল পাসের সুবিধা কাজে লাগিয়েছে শেখ জামাল। গাম্বিয়ান ফুটবলার এমিল সামবাউয়ের পাস থেকে বল পেয়ে ডি বক্সের একটু বাইরে থেকে নেয়া আচমকা শটে বল জালে জড়ান স্বদেশি আরেক ফুটবলার এবাউ কান্তেহ।

তার দুর্দান্ত একমাত্র গোলেই ম্যাচের ফয়সালা হয়। ১-০ ব্যবধানে অ্যাওয়ে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।

এ জয়ে পয়েন্ট টেবিলেও উপরে উঠে এলো শেখ জামাল। ১৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীকে টপকে ছয়ে উঠে এসেছে ধানমন্ডির জায়ান্টরা। অন্যদিকে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে আরামবাগ ক্রীড়া সংঘ।

সারাবাংলা/জেএইচ

আরামবাগ ক্রীড়া সংঘ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেখ জামাল

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর