বেয়ারেস্টোর মন্তব্যে চটেছেন ভন-পিটারসন
২৯ জুন ২০১৯ ১০:০২
বিশ্বকাপ শুরুর আগে এবারের শিরোপার সব থেকে বড় দাবিদার ছিল স্বাগতিক ইংল্যান্ড। আর এখন তাদের সেমি ফাইনালে ওঠা নিয়ে সমীকরণ দেখতে হচ্ছে। আর এ নিয়ে চলছে বর্তমান এবং সাবেকদের মধ্যে বাকযুদ্ধ আর সেই সাথে ইংলিশ গণমাধ্যমের চাপ তো আছেই।
সাবেক ইংলিশ দলপতি মাইকেল ভন চটেছেন বর্তমান ইংলিশ ওপেনার জনি বেয়ারেস্ট্রোর ওপর। বেয়ারেস্টো সাবেকদের সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন, ‘কিছু মানুষ আছে যারা চায় না আমরা ম্যাচ জিতি। আর তারা অপেক্ষা করে যেন আমরা হেরে যাই এবং তারা আমাদের শুলে চড়াতে পারে।’
বেয়ারেস্টোর এমন কথার জবাবে ভন তার ইন্সটাগ্রামে লেখেন, ‘বেয়ারেস্টো তুমি অনেক বড় ভুল করছো। ইংল্যান্ড দলের জন্য এমন সমর্থন আগে কখনোই ছিল না। তোমাদের জন্য এত সমর্থন কিন্তু তারপরেও তোমরা আমাদের হতাশ করেছো। তোমরা তিন ম্যাচ হেরে এখন সেমিতে ওঠা নিয়ে সমীকরণে আছ। এখন বাকি দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করো। আর সংবাদ মাধ্যমের দোষ নয় যে তোমরা তিনটি ম্যাচ হেরেছো।’
ভন আরও বলেন, ‘ইংলিশ ক্রিকেটারদের এমন মন মানসিকতা আমাকে সত্যিই ভাবাচ্ছে।’
অস্ট্রেলিয়ার কাছে ৬৪ রানের বড় ব্যবধানে হারের পর সাবেক ক্রিকেটারদের সাথে সাথে ইংলিশ গণমাধ্যমেরও তোপের মুখে পড়েছে মরগান-বেয়ারেস্টোরা।
অজিদের বিপক্ষে ম্যাচ হারের পর মরগানকে উদ্দেশ্য করে কেভিন পিটারসন বলেন, ‘আমার মনে হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মরগান ভয়ে ভয়ে খেলেছে।’
তবে এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার। তিনি বলেন, ‘আমরা এখন বাইরের কোনো কিছু নিয়ে ভাবছি না। আমাদের অনুশীলন বেশ ভালই কাটছে। আমরা এখন নিশ্চিন্তে আছি। আমাদের বিশ্বাস আছে আমরা এখনো সেমিফাইনাল খেলতে পারি।’
অস্ট্রেলিয়ার কাছে হারের পর পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে ইংলিশরা। আর তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে বাংলাদেশে এবং পাকিস্তান। ইংলিশরা পা হড়কালেই সুযোগ লুফে নিতে প্রস্তুত বাংলাদেশ। আর বাঁচা মরার লড়াইয়ে শেষ দুই ম্যাচে ইংলিশদের প্রতিপক্ষ ভারত এবং নিউজিল্যান্ড।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: ভালো আছেন মাহমুদউল্লাহ, তবে…
সারাবাংলা/এসএস
ইংল্যান্ড কেভিন পেটারসন ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ জনি বেয়ারেস্টো বিশ্বকাপ স্পেশাল মাইকেল ভন