টাইগারদের ভারত জুজু কাটবে কবে?
৩ জুলাই ২০১৯ ১১:৪৬
ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেট মাঠের দ্বৈরথটা শেষ কয়েক বছরে জমে উঠেছে বেশ। ভারতের চোখে চোখ রাঙিয়ে কথা বলার সাহস এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল আছে টাইগারদেরই। তবে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতের জুজুটা এখনো কাটছেই না। ভারতের বিপক্ষে জিততে জিততে হেরে যাচ্ছে প্রতিনিয়ত। এশিয়া কাপ ফাইনাল কিংবা নিদহাস ট্রফির ফাইনাল কিংবা টি-টোয়েন্টির বাঁচা মরার লড়াই। সবখানেই ভারত জুজুটা ভয় দেখাচ্ছে টাইগারদের।
হোক তা জাতীয় দল কিংবা বয়সভিত্তিক ক্রিকেট দল। সবখানেই ভারত জুজু তাড়া করে বেড়ায় বাংলাদেশকে। আর কোনো এক অজানা কারণে বার বারই ব্যর্থ টাইগাররা। ঘুরে দাঁড়ানোর শত চেষ্টাও যেন ব্যর্থ ভারত ম্যাচে।
২০০৭ বিশ্বকাপে এবং ২০১২ সাল পরবর্তী সময় থেকে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মুখোমুখি হয়েছে মোট নয়বার। (একে অপরকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার ম্যাচ হিসেবে) আর এই নয় বারের দেখায় টাইগারদের জয় কেবল দু’টিতে বাকি সাতবারই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে তিনবার ফাইনালে মুখোমুখি হয়েছে দু’দল। আর তিনবারের প্রতিবারই হেরেছে টাইগাররা।
দু’দলের বিশ্বকাপে প্রথম দেখা ২০০৭ সালে। আর প্রথম দেখাতেই বাংলাদেশের বাজিমাৎ। ভারতকে সেবার ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। ২০১২ সালের এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল আবারও পাঁচ উইকেটে। আর সেটাই সর্বশেষ বৈশ্বিক কোনো টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশে শেষ জয়। এরপর একে একে আরও সাতবার মুখোমুখি দু’দল, যার মধ্যে আছে তিনটি ফাইনাল, একবার সেমিফাইনাল, একবার কোয়ার্টার ফাইনাল এবং দুইবার গ্রুপ পর্বের ম্যাচ।
এই লজ্জার ইতিহাসের শুরুটা ২০১৫ সালের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ দিয়ে শুরু। সেবার প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুযোগ পায় বাংলাদেশ। আর প্রথমবারেই দেখা ভারতের সাথে। রোহিত শর্মার দারুণ পারফরম্যান্সে সেবার বাংলাদেশকে ১০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত।
এরপর ২০১৬ এশিয়া কাপের ফাইনালে আবারও হার ভারতের কাছে। এশিয়া কাপ সেবারই প্রথম অনুষ্ঠিত হয়েছিওল টি-টোয়েন্টি ফরম্যাটে। আর প্রথম আসরেই বাংলাদেশ ফাইনালিস্ট। আর ফাইনালে প্রতিপক্ষে ভারত। শেষ পর্যন্ত সে ম্যাচে ভারত জয় পায় ৮ উইকেটে। আর সে বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের বাঁচা মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ। রুদ্ধশ্বাস সে ম্যাচে শেষ পর্যন্ত জয় সেই ভারতেরই। বাংলাদেশ ম্যাচটি শেষ পর্যন্ত হেরেছিল মাত্র ১ রানের ব্যবধানে।
এরপর ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে আবারও ভারতের মুখোমুখি বাংলাদেশ। ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলকে পেছেন ফেলে বাংলাদেশ সেবার সেমি খেলেছিল। তবে সেমিতে আবারও ভারত জুজুর কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ। বার্মিংহামের সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটের ব্যবধানে।
২০১৮ সালে ভারতের কাছে টানা দুই ফাইনাল হারে বাংলাদেশ। তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনাল এবং নিদহাস ট্রফির ফাইনাল হারে ভারতের কাছে। শ্রীলঙ্কার অনুষ্ঠিত নিদহাস ট্রফির ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ হারে ৪ উইকেটের ব্যবধানে। দীনেশ কার্তিক মাত্র ৮ বলে ২৯ রান করে বাংলাদেশের কাছ থেকে শিরোপা এক প্রকার ছিনিয়ে নিয়ে যায়। আর তৃতীয় এশিয়া কাপের ফাইনালে দুবাই ভারতের কাছে বাংলাদেশ হারে তিন উইকেটের ব্যবধানে।
আজ অব্দি সর্বশেষ ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর আর কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ৩ ফরম্যাটে মোট খেলা ১৩ ম্যাচের মধ্যে হেরেছে ১২ টি আর বাকি একটি ড্র সেটিও টেস্টে, আর ২ টি প্রস্তুতি ম্যাচেও হারের তিক্ত রেকড টাইগারদের।
আর অবাক করার ঘটনা জাতীয় দলের মতো বয়স ভিত্তিক টাইগার দলও ভারতের কাছেই হেরে বৈশ্বিক টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ২ বার। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের যুবাদের। আর এরপর আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আবারও সেই ভারতের কাছে হেরে ছোট টাইগারদের।
তবে এত সব হারের মধ্যে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলই কেবল ভারত জুজু কাটাতে পেরেছে। দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম কোনো আন্তজার্তিক ট্রফিও এসেছে ভারতকে হারিয়েই। ২০১৮ সালে নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টাইগ্রেসরা।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: লড়াইটা কেবল সাকিব-মুশফিকের?
সারাবাংলা/এসএস
এশিয়া কাপ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ নিদহাস ট্রফি বাংলাদেশ-ভারত বিশ্বকাপ স্পেশাল