Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের বিপিএলে হ্যাটট্রিক হিরোদের ম্যাজিক


৪ জুলাই ২০১৯ ২৩:৩০

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৮তম সপ্তাহ চলছে। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে এবার রোমাঞ্চকর অনেক মুহূর্ত উপহার দিয়েছে অনেকগুলো ম্যাচ। ছিল কিছু প্রত্যাবর্তনের গল্প। ছিল হ্যাটট্রিকের ছড়াছড়ি। ছিল দুর্দান্ত ফুটবলের প্রদর্শনী। সামনে আরও কিছু গল্প উপহার দিতে চলেছে এই এগারতম আসরটি।

এই আসরে এবার হ্যাটট্রিকের ছড়াছড়ি। এগারতম আসরে ১৮ রাউন্ডের খেলা শেষের দিকে। প্রত্যেক দল ১৭ ম্যাচ করে খেলে ফেলেছে। এ পর্যন্ত ছয়টি হ্যাটট্রিক উপহার দিয়েছে দেশি-বিদেশি ৫ ফুটবলার।

বিজ্ঞাপন

‘‘দুটি হ্যাটট্রিক এসেছে স্থানীয় ফুটবলারের কাছ থেকে। বাকী ৪ টা এসেছে তিন বিদেশির কাছ থেকে। হ্যাটট্রিক ম্যাজিশিয়ানরা হলেন- আরামবাগের জাহিদ হোসেইন, ঢাকা আবাহনীর নবীব নেওয়াজ জীবন, সানডে সিজোবা, মুক্তিযোদ্ধা সংসদের বাল্লো ফামৌসা, নোফেল স্পোর্টিং ক্লাবের ইসমাইল বাঙ্গুরা।’’

বিপিএলের প্রথম হ্যাটট্রিক ম্যান হলেন বাল্লো ফামৌসা। ২৩ জানুয়ারি মুক্তিযোদ্ধার হয়ে শেখ জামালের সঙ্গে হ্যাটট্রিকটি উপহার দিয়েছিলেন আইভরিকোস্টের এই ফুটবলার। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে সেই ম্যাচটা মুক্তিযোদ্ধা জিতেছিল ৩-০ ব্যবধানে। তিন গোলেই করেছিলেন ফামৌসা।

তারপরের হ্যাটট্রিকটা এসেছে আরামবাগের জাহিদ হোসেইনের কাছ থেকে। একসময়ের দুর্দান্ত গোলমেশিন নিজেকে হারিয়ে খুঁজছিল এ মৌসুমে। আরামবাগের জার্সিতে নেমেই যেন আরেক নতুন জীবন পেলেন। ফেরার গল্পটাও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষেই জ্বলে উঠে। ময়মনসিংহ স্টেডিয়ামে ২৫ জানুয়ারি সেই ম্যাচটা আরামবাগ জিতেছিল ৪-১ বিশাল ব্যবধানে।

বিজ্ঞাপন

জাহিদের এক সপ্তাহ পরেই আরেকটি হ্যাটট্রিক দেখেছে দেশের ফুটবল সমর্থকরা। এবারও গল্পটা প্রায় একই। ঢাকা আবাহনীর জার্সিতে একাদশে সুযোগ মিলছিল না নবীব নেওয়াজ জীবনের। এই ম্যাচে শক্ত জবাবের গল্প। দিনটা ছিল ২ ফেব্রুয়ারি। রহমতগঞ্জের বিপক্ষে চতুর্থ রাউন্ডের ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে নবীব নেওয়াজ জীবন একাই করেছিলেন ৩ গোল। বিপিএলের তৃতীয় হ্যাটট্রিক। জীবনের ম্যাজিকে রহমতগঞ্জকে আবাহনী উড়ে দেয় ৫-১ ব্যবধানে।

তারপর বিপিএলে কেটে গেছে আরও চার মাস। মাঝে কোনও হ্যাটট্রিক নেই। জোড়া গোলের ছড়াছড়ি। এবার গত বিপিএলে সেরা গোলদাতা সানডে সিজোবার ফেরা। বিপিএলের ১৭ তম রাউন্ডের ম্যাচ। তারিখটা ১৫ জুন। এবারও চেনা প্রতিপক্ষ। রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই প্রথম লেগে হ্যাটট্রিক করেছিলেন জীবন। এবার সানডে সিজোবার হ্যাটট্রিকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আবাহনী।

এবারের বিপিএলে হ্যাটট্রিকের মামলায় সবচেয়ে এগিয়ে থাকা ফুটবলারটির নাম ইসমাইল বাঙ্গুরা। নোফেলের জার্সিতে সর্বোচ্চ দুটি হ্যাটট্রিক তার। তাও পরপর দুটি ম্যাচে। একই ভেন্যুতে। নোয়াখালির শহীদ ভুলু স্টেডিয়ামে।

প্রথমটি রহমগঞ্জ এমএফসির বিপক্ষে। বিপিএলের পঞ্চম ও গিনির ফুটবলারের প্রথম হ্যাটট্রিক। তারিখটা ২৮ জুন। তার হ্যাটট্রিকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাব। এবারের লিগে রহমতগঞ্জই একটা দল যারা তিনটা হ্যাটট্রিকের সাক্ষী। নোফেলের পরের ম্যাচে আরও একটি হ্যাটট্রিক উপহার দিয়েছেন বাঙ্গুরা। এবার প্রতিপক্ষ টিম বিজেএমসি। একই ভেন্যুতে হ্যাটট্রিক করে রোমাঞ্চকর ম্যাচটা ৪-৩ ব্যবধানে জিতে নিয়েছে নোফেল।

সর্বোচ্চ গোলদাতার তালিকায় এই হ্যাটট্রিকধারীরাই জায়গা করে নিয়েছেন। ১৪ গোল করে শীর্ষে আবাহনী সানডে। ১২ গোল করে দুইয়ে শেখ রাসেলের রাফায়েল ওদোইন। ১১ গোলে তিনে জীবন। ৯ গোল করে বাল্লো ফামৌসা পাঁচে। দুই হ্যাটট্রিকে ১০ গোল নিয়ে চারে ইসমাইল বাঙ্গুরা।

লিগে এখনও সাতটি করে ম্যাচ বাকী বেশিরভাগ দলের। যেভাবে গোল বিস্ফোরণ হচ্ছে প্রতি ম্যাচে সামনে আরও হ্যাটট্রিক অপেক্ষা করছে নিঃসন্দেহে।

সারাবাংলা/জেএইচ

আরও পড়ুন

চার গোলের রোমাঞ্চ: সানডে-কলিনদ্রেস ছাপিয়ে শীর্ষে ফামৌসা
ফামৌসার হ্যাটট্রিকে শেখ জামালকে মুক্তিযোদ্ধার চমক
টানা দুই ম্যাচে বাঙ্গুরার হ্যাটট্রিক, নোফেলের রোমাঞ্চকর জয়
১৫ ম্যাচে ৮ গোল দেয়া নোফেল ১ ম্যাচেই দিলো ৫টা

ইসমাইল বাঙ্গুরা জাহিদ হোসেইন নবীব নেওয়াজ জীবন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বাল্লো ফামৌসা সানডে সিজোবা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর