Saturday 28 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলি-রোহিতদের ২৬৫ রানের টার্গেট দিল লঙ্কানরা


৬ জুলাই ২০১৯ ১৯:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের ৪৪তম ম্যাচটি ভারত-শ্রীলঙ্কা দুই দলেরই জন্য নিয়মরক্ষার। এরই মধ্যে সেমি ফাইনাল নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। হেডিংলির লিডসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে লঙ্কানরা তুলেছে ২৬৪ রান। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

ব্যাটিংয়ে নেমে লঙ্কান দলপতি এবং ওপেনার দিমুথ করুনারত্নে ব্যক্তিগত ১০ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন। করুনারত্নেকে ফিরিয়ে দিয়ে বুমরাহ ভারতের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট তুলে নেন। ৫৭তম ম্যাচ খেলতে নামা বুমরাহ টপকাতে পারেননি মোহাম্মদ শামিকে। আরেক ওপেনার কুশল পেরেরাকে (১৮) বিদায় করেন বুমরাহ।

বিজ্ঞাপন

তিন নম্বরে নামা আভিস্কা ফার্নান্দো আগের ম্যাচে উইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করলেও এই ম্যাচে করেন ২০ রান। কুশল মেন্ডিস ৩ রান করে বিদায় নেন। এরপর জুটি গড়েন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং লাহিরু থিরিমান্নে। ৬৮ বলে চারটি বাউন্ডারিতে ৫৩ রান করে সাজঘরে ফেরেন থিরিমান্নে। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকান ম্যাথিউস। থিরিমান্নে-ম্যাথিউস জুটিতে আসে ১২৪ রান।

ম্যাথিউস-ডি সিলভা জুটিতে আসে আরও ৭৪ রান। ইনিংসের ৪৯তম ওভারে বিদায় নেওয়ার আগে ম্যাথিউস করেন ১১৩ রান। তার ১২৮ বলের ইনিংসে ছিল ১০টি চার আর দুটি ছক্কার মার। শেষ ওভারে থিসারা পেরেরা বিদায় নেওয়ার আগে মাত্র ২ রান করেন। ডি সিলভা ৩৬ বলে এক বাউন্ডারিতে ২৯ রান করে অপরাজিত থাকেন।

হার্দিক পান্ডিয়া ১০ ওভারে ৫০ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। ১০ ওভারে ৪০ রান খরচায় একটি উইকেট পান রবীন্দ্র জাদেজা। ১০ ওভারে ৫৮ রানের বিনিময়ে একটি উইকেট পান কুলদীপ যাদব। ১০ ওভারে ৩৭ রান দিয়ে তিনটি উইকেট পান জাসপ্রিত বুমরাহ। আর ১০ ওভারে ৭৩ রান দিয়ে একটি উইকেট পান ভুবনেশ্বর কুমার।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারত র‌্যাবিটহোল শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর