Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদো-মেসিকে ছাড়িয়ে রাজার আসনে আলভেস


৯ জুলাই ২০১৯ ০৭:৪৩

শিরোনাম শুনে একটু কী অবাক হলেন। বিশ্ব ফুটবলের দুই অধিপতিকে কীভাবে ছাড়িয়ে গেলেন দানি আলভেস! এমন প্রশ্ন মনে আসা স্বাভাবিক। গোলের হিসেব বা এসিস্টে নয় অন্যদিক থেকে সবাইকে ছাপিয়ে গেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। শুধু লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো নয় ইউরোপের সব ফুটবলারকে ছাপিয়ে গেছেন এই কিংবদন্তি ফুটবলার।

রাশিয়া বিশ্বকাপে ইনজুরির কারণে খেলতে না পারলেও কোপা আমেরিকায় অধিনায়ক হিসেবে শিরোপা ঘরে তুলেছেন। ১২ বছর পর কোনও শিরোপা জিতেছে ব্রাজিল। সঙ্গে অন্য এক নজির স্থাপন করেছেন আলভেস।

বিজ্ঞাপন

ইউরোপের সর্বোচ্চ শিরোপা জয়ী ফুটবলারের নামের তালিকায় সবার শীর্ষে এখন ফুটবলার। ক্যারিয়ারে দেশ ও ক্লাবের হয়ে ৪০টা শিরোপা জিতেছেন আলভেস।

স্প্যানিশ জায়ান্ট বার্সালোনা, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস, ফ্রেন্স জায়ান্ট পিএসজি ও সালেসাওদের হয়ে মোট ৪০ শিরোপা এখন আলভেসের ঘরে।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ শিরোপা জিতেছেন আলভেসের স্বদেশি ম্যাক্সওয়েল। আয়াক্স, ইন্টার মিলান, পিএসজি ও বার্সালোনার জার্সিতে এই মাইলফলক ছুঁয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

তারপরেই ৩৫ ট্রফি নিয়ে তৃতীয় অবস্থানে আছেন সুইডেনের তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ। ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, বার্সালোনা, আয়াক্স, পিএসজি ও জুভেন্টাসের জার্সিতে ৩৫ শিরোপা ঘরে তুলেছেন সুইডিস এই ফুটবলার। তার সঙ্গে সম সংখ্যক শিরোপা জিতেছে রায়ান গিগস। ২৪ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ৩৫ শিরোপা গিগসের দখলে।

তারপরের অবস্থানে খুদে জাদুকর লিওনেল মেসি। ৩৪ শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি। ৩১ শিরোপা নিয়ে তার পরেই আছেন গোলমেশিন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের জার্সিতে এই শিরোপা অর্জন করেছেন তিনি। সূত্র: ব্লেচার রিপোর্ট

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

ক্রিস্টিয়ানো রোনালদো দানি আলভেস লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর