নতুন দায়িত্বটা মিডল ওভারে ব্যাটিং: কোহলি
৯ জুলাই ২০১৯ ১০:২৬
ইংল্যান্ড বিশ্বকাপের শুরু থেকেই এক অন্য বিরাট কোহলির দেখা মিলেছে। আগের তুলনায় কিছুটা ধীর গতির ব্যাটিং। সাথে অপর প্রান্তের ব্যাটসম্যানকে অধিক সুযোগ দেওয়া। তাছাড়াও সব থেকে বড় যে পরিবর্তন লক্ষ্য করা গেছে তা হলো এখন পর্যন্ত এই বিশ্বকাপে একটিও শতকের দেখা পাননি কোহলি।
গ্রুপ পর্বের শীর্ষস্থানে থেকেই শেষ করেছে কোহলির দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষে নিউজিল্যান্ড। মঙ্গলবার ৯ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের আগে কোহলি জানিয়েছেন দলের প্রয়োজনেই নিজের কাঁধে নতুন দায়িত্ব নিয়েছেন। আর ব্যাটিংয়ে নেতৃত্ব এখন রোহিত শর্মার কাছে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারতীয় অধিনায়ক, তা নিয়ে সন্দেহের কিছু নেই। এবারের বিশ্বকাপে টানা পাঁচ অর্ধশতক হাঁকিয়েছেন কোহলি। তবে আশ্চর্যকর হচ্ছে এখন পর্যন্ত কোনো শতকের দেখা পাননি তিনি। ক্যারিয়ারে এবারই প্রথম টানা পাঁচ অর্ধশতককে শতকে পরিণত করতে পারেননি।
সংবাদ সম্মেলনে তাই কোহলি জানান, ‘দলের প্রয়োজনেই বদলে যাওয়া এই ব্যাটিং। রোহিত প্রথম দিকে ব্যাট করতে নেমে ধারাবাহিক ভাবে রান করছে। যা আমাদের জন্য খুবই ভাল। আর তাই তো পরে ব্যাট করতে নেমে আমার দায়িত্বটাও পরিবর্তন হয়েছে।’
নিজের ব্যাটিংয়ের নতুন দায়িত্ব সম্পর্কে কোহলি বলেন, ‘পরের অংশে ব্যাট করতে নেমে আমাকে মিডল অর্ডারে দলের রানের চাকা সচল রাখতে হবে। আর অপর প্রান্তে যে ব্যাটসম্যান থাকবে তাকে সাহায্য করতে হবে। যেমন হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, ধোনি কিংবা রিশব পন্তের মতো ব্যাটসম্যানদের আমার সাহায্য করতে হবে।’
এছাড়াও কোহলি বলেন, ‘আমার এই দায়িত্বটা বেশ পছন্দ হয়েছে। এক প্রান্ত ধরে রাখছি আমি, আর অপরপ্রান্তের ব্যাটসম্যানরা নিজেদের মতো ব্যাট করার স্বাধীনতা পাচ্ছে। তারা ১৫০ থেকে ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করছে।’
সেমিফাইনালে দারুণ ছন্দে থাকা ভারতের বিপক্ষে লড়াই কিউইদের। ৮ বছর পর আবারও ফাইনালে ওঠার টিকিট ভারতের সামনে। অন্যদিকে টানা দুই ফাইনাল খেলার সম্ভবনা কিউইদের সামনে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: চাকরি হারালেন স্টিভ রোডস
সারাবাংলা/এসএস