Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যানচেস্টারে পাল্লা ভারী ভারতের


৯ জুলাই ২০১৯ ১১:৪৮

মঙ্গলবার ৯ জুলাই বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স করেছে বিরাট কোহলির দল। ৯ ম্যাচের একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত আর বাকি আট ম্যাচের মধ্যে সাতটিতে জয় আর হার কেবল মাত্র একটিতে। এমন পরিসংখ্যান নিয়েই ফাইনালের টিকিটের জন্য লড়বে ভারত।

অন্যদিকে বিশ্বকাপের শুরুটা দারুণ ছিল কিউইদের। কিন্তু শেষ দিকে বেশ কয়েকটি ম্যাচ হেরে কিছুটা পিছিয়ে পড়েছে কেইন উইলিয়ামসনের দল। আর ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডটাও ঠিক পক্ষে নিই কিউইদের।

বিজ্ঞাপন

ওল্ড ট্রাফোর্ডে এখন পর্যন্ত ব্ল্যাক ক্যাপসরা মোট ৭টি ম্যাচ খেলেছে। আর এই সাত ম্যাচে জয় কেবল মাত্র ২টি ম্যাচে। হেরেছে ৪টি ম্যাচে আর বাকি একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি। অন্যদিকে এই স্টেডিয়ামে ভারত এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছে ১০টি। এই স্টেডিয়ামে কোহলিদের ম্যাচ জয় এবং হারের হারের সংখ্যাটা সমান পাঁচ।

বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তান এবং উইন্ডিজের বিপক্ষের ম্যাচ দু’টি কোহলিরা এই স্টেডিয়ামেই খেলেছিলেন। আর দু’টি ম্যাচেই সহজ জয়ের দেখা পেয়েছিল ভারতীয়রা। ওল্ড ট্রাফোর্ডে ভারতের রান তোলার গড় উইকেট প্রতি ২৮.৭৩ আর ভারতীয় ব্যাটসম্যানদের এই স্টেডিয়ামে রান তোলার গতি ওভার প্রতি ৪.২৮।

অন্যদিকে এই স্টেডিয়ামে জয়ের তুলনায় হারের সংখ্যাটা বেশি হলেও কিউই ব্যাটসম্যানরা উইকেট প্রতি রান তুলেছেন ৩৭.১৭। আর ওভার প্রতি রান তোলার গতিও ৪.৫৭। যা ভারতের থেকে বেশ এগিয়েই।

তবে এবারের বিশ্বকাপে এই স্টেডিয়ামে দারুণ পারফরম্যান্স ভারতীয়দের। পাকিস্তানের বিপক্ষে ৩৩৬ রান এই স্টেডিয়ামের দ্বিতীয় সর্বোচ্চ দলগত রান এবং এই স্টেডিয়ামে ভারতের দলগত সর্বোচ্চ/ অন্যদিকে উইন্ডিজদের বিপক্ষে নিউজিল্যান্ডের ২৯১ রান এই স্টেডিয়ামে ৯ম সর্বোচ্চ দলীয় রান এবং কিউইদের দলগত সর্বোচ্চ।

বিজ্ঞাপন

ওল্ড ট্রাফোর্ডে বোলারদের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা মেলে পেসাররাই এখনে রাজত্ব করে এসেছে। আর দু’দলেই রয়েছে দারুণ কয়েকজন পেসার। তাই তো সেমিফাইনালেও পেসারদের দাপটের দেখা মিলবে এমনটাই ধারণা সকলের।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

আরও পড়ুন: নতুন দায়িত্বটা মিডল ওভারে ব্যাটিং: কোহলি

সারাবাংলা/এসএস

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ভারত-নিউজিল্যান্ড ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ড সেমিফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর