Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালকে হারাতেই সেখানে যাব: নেইমার


৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৫

সারাবাংলা ডেস্ক

আর মাত্র ক’টা দিন। এরপরই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হবে জায়ান্ট দুই দল পিএসজি এবং রিয়াল মাদ্রিদ। পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এই ম্যাচটি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে মাঠে নামার জন্য তর সইছে না নেইমারের।

ক্যারিয়ারে ৩৫০তম গোলের মাইলফলকে পা রাখা নেইমার আগামী ১৪ ফেব্রুয়ারি মাদ্রিদে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগ নিয়ে চিন্তা করছেন।

টানা দুইবারের ইউরোপ সেরাদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়, ‘রিয়ালের বিপক্ষে খেলার জন্য অন্য যে কোনো সময়ের চেয়ে আমি অধীর হয়ে আছি। সত্যি বলতে, আসলেই ম্যাচটির জন্য উন্মুখ হয়ে আছি। আশা করছি ম্যাচটা খুব দ্রুতই আমাদের সামনে চলে আসবে। এই ম্যাচের জন্য আমরা অনেক কাজ করেছি।’

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল এবারের মৌসুমে লা লিগা থেকে অনেকটাই পিছিয়ে। বাদ পড়েছে কোপা দেল রে’র আসর থেকেও। তাদের সামনে এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। আর নেইমার-কাভানি-এমবাপ্পেরা এই মৌসুমে পিএসজিকে উড়িয়ে নিয়ে চলেছেন। তাই বিশ্ব ফুটবল একটি হাইভোল্টেজ ম্যাচের আশা করছেন। সেটা জানেন নেইমার, ‘এ ধরনের ম্যাচ আমরা পছন্দ করি। একটা মানসম্পন্ন এবং খুব বড় একটা ক্লাবের বিপক্ষে খেলব আমরা। আমরা মাদ্রিদবাসীকে শ্রদ্ধা করব ঠিকই, কিন্তু ম্যাচটা জিততেই আমরা সেখানে যাব। এজন্য সম্ভাব্য সেরা উপায়ে প্রস্তুতি নেব।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর