বোর্ডের দেওয়া দায়িত্ব পালনের চেষ্টা করব: তামিম
২০ জুলাই ২০১৯ ১১:৪৮
বিশ্বকাপ পরবর্তি বাংলাদেশের প্রথম সিরিজ শ্রীলঙ্কায়। এই সফরে থাকবেন না সাকিব আল হাসান জানিয়েছিলেন আগেই। আর ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন লিটন দাসও। সেই সাথে ইনজুরিতে পড়ে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাও ছিটকে গেছেন শেষ মুহুর্তে। আর অধিনায়কের সাথে যোগ দিয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। তাই তো অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে তামিম ইকবালের কাঁধে।
দেশ ছাড়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন তামিম ইকবাল। জানান নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবেন ভাল করার। এ সম্পর্কে তামিম বলেন, ‘বোর্ড যে দায়িত্ব দিয়েছে তা সঠিক ভাবে পালনের চেষ্টা করবো।’
পড়ুন: বিশ্বকাপ নিয়ে পড়ে থাকলে নিজেরই ক্ষতি: তামিম
দলের নিয়মিত ক্রিকেটারদের মধ্যে চারজনই চলে গেছেন দলের বাইরে। দুইজন ছুটিতে আছেন আর দুইজন ছিটকে গেছেন ইনজুরির কারণে। এ সম্পর্কে তামিম বলেন, ‘ইনজুরি তো আসলে আমাদের হাতে নেই। তাই এটা মেনে নিয়েই আমাদের খেলতে হবে। আর এই দলে যে ১৪ জন সুযোগ পেয়েছে তারা সবাইই এখানে খেলার যোগ্য বলেই সুযোগ পেয়েছে। আমি মনে করি শ্রীলঙ্কা সফরে আমরা ভাল করতে পারবো।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো অধিনায়কত্ব করবেন তামিম। আর সেই সাথে দলে নেই একাদশের নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটার। আর বিশ্বকাপে লঙ্কারা হারিয়েছে ইংল্যান্ডের মতো দলকে। আর বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়েছিল অষ্টম স্থানে থেকে। শেষ কয়েক ম্যাচের পারফরম্যান্স দেখে মনে হতেই পারে টাইগাররা আছে লঙ্কানদের থেকে বেশ পিছিয়ে। এই সফরটি অধিনায়ক তামিমের ওপর আনতে পারে বাড়তি চাপ।
বাড়তি চাপ প্রসঙ্গে তামিম বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি এর আগেও অধিনায়কত্ব করেছি। আর আমাদের দলে যে ক্রিকেটাররা আছেন তারা সবাই দারুণ। আমার মনে হয় আমরা শ্রীলঙ্কায় বেশ ভাল করবো।’
শ্রীলঙ্কায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ জুলাই কলম্বোয়। সিরিজের সব ক’টি ম্যাচ গাজী টেলিভিশন এবং র্যাবিটহোলের ওয়েবসাইট সরাসরি সম্প্রচার করবে।
আরও পড়ুন: বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজের সূচি
সারাবাংলা/এসএস
ওয়ানডে সিরিজ তামিম ইকবাল বাংলাদেশ-শ্রীলঙ্কা শ্রীলঙ্কা সফর সাকিব আল হাসান