Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব সতীর্থ হ্যাজার্ড নয়, মার্সেলোর পছন্দ নেইমারকে


২০ জুলাই ২০১৯ ১২:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরোপিয়ান দল বদলের মৌসুমের শুরুতেই চেলসি থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন এডেন হ্যাজার্ড। চেলসিকে এই মৌসুমেই জিতিয়েছেন ইউরোপা লিগ। তাকে বরণ করতে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছিলেন ৬০ হাজার মাদ্রিদ সমর্থক। বিশ্বের সেরা ফুটবলারদের তালিকায় ঠিক ওপরের দিকেই থাকবেন হ্যাজার্ড। তবে নতুন সতীর্থ মার্সেলোর হ্যাজার্ডের থেকে বেশি পছন্দ জাতীয় দলের সতীর্থ নেইমার জুনিয়রকে।

ইউরোপিয়ান ফুটবলের ২০১৯-২০২০ সালের মৌসুম শুরু হতে এখনো বাকি কমপক্ষে এক মাস। তবে মৌসুম শুরুর আগে প্রি-সিজনের ম্যাচ খেলতে বর্তমানে আমেরিকায় অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সেখানেই এক সাক্ষাৎকারে বলেন হ্যাজার্ডের থেকে নেইমারকে বেশি পছন্দ করেন তিনি।

বিজ্ঞাপন

মার্সেলো বলেন, ‘হ্যাজার্ড এবং নেইমার দুইজনই দারুণ ফুটবলার। তবে আমার কাছে মনে হয় হ্যাজার্ডের থেকে নেইমার ফুটবলার হিসেবে অনেক এগিয়ে। দুইজনের মধ্যেই বিশ্বের সেরা ফুটবলার হওয়ার সম্ভবনা আছে। তবে আমি নেইমারকেই বেছে নেব।’

মৌসুমের শুরুতেই হ্যাজার্ডকে রেকর্ড অর্থ দিয়ে দলে ভিড়িয়ে রিয়াল মাদ্রিদ। তবে মার্সেলো চাইছেন নেইমারকেই। তিনি বলেন, ‘নেইমার আমাদের দলে আসলে খুব ভাল হতো। ও আমাদের দলকে অনেক শক্তিশালী করতে পারতো। বার্সেলোনায় খেলার কারণে কোনো সমস্যা হতো বলে আমি মনে করি না।’

আরও পড়ুন: সেনেগালকে হারিয়ে আফ্রিকা সেরার মুকুট আলজেরিয়ার

সারাবাংলা/এসএস

এডেন হ্যাজার্ড নেইমার জুনিয়র মার্সেলো রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর