Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সানিয়ার ফিরতে আরও দুই মাস


৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০০

সারাবাংলা ডেস্ক

গত বছরের অক্টোবর থেকে কোর্টের বাইরে রয়েছেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা। হাঁটুর চোটে সদ্যই শেষ হওয়া অস্ট্রেলিয়ান ওপেন থেকেও সরে দাঁড়াতে হয়েছিল তাকে। কোর্টে ফিরতে আরও দুই মাস সময় লাগবে বলে জানালেন সানিয়া।

ফরাসি ওপেনের আগেই চোট সারিয়ে পেশাদার সার্কিটে ফিরে আসতে পারবেন কি না সেটা নিয়ে শঙ্কা থাকছে। সানিয়া জানান, ‘আরও অন্তত দু’মাস সময় লাগবে চোট সারিয়ে কোর্টে ফিরতে। অস্ত্রোপচার করলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠব, এমন কোনো নিশ্চয়তা নেই।’

সানিয়া তার নিজ ভক্ত-সমর্থকদের জানান, ‘ইনজুরিটা ইচ্ছে করে আসে না। এটা সত্যিই খুব যন্ত্রণার। আমার মতো আমার ভক্তরাও যন্ত্রণা পোহাচ্ছেন। ইনজুরি আপনার হাতে নেই। তাই এটার সঙ্গে আপোশ করতেই হবে।’

সানিয়া আরও জানান, ‘মানসিক দিকটার সঙ্গে মানিয়ে নেওয়া খুবই কঠিন। কোর্টে অস্ট্রেলিয়ান ওপেন চলেছে আর আমি ঘরে বসে সেটা দেখেছি। আমি কোর্টে খেলছি না, এই বিষয়টা হতাশার ছিল। আসলে বিশ্রাম নেওয়ার বাধ্যবাধকতা মেনে নেওয়া কঠিন। কেউ স্বেচ্ছায় অবসর নিলে প্রসঙ্গ আলাদা হতে পারে, তবে চোটের জন্য বাধ্য হয়ে খেলা থেকে দূরে থাকা কঠিন।’

উল্লেখ্য, গত অক্টোবরে চায়না ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে পড়া এই টেনিস তারকা আপাতত বিশ্রামে রয়েছেন। মাঝে দুবাই ভ্রমণে গিয়েছিলেন। শ্বশুড় বাড়ি পাকিস্তানেও সময় কাটিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনে না খেললেও সানিয়া মির্জা সিঙ্গাপুরে ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপসে খেলবেন বলে জানিয়েছেন। বছরের শেষ দিকে টেনিসের এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর