শেখ জামাল, আরামবাগের সহজ জয়
২০ জুলাই ২০১৯ ২০:৪৪
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে হারলেও জয়ে ফিরেছে শেখ জামাল। চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ধানমণ্ডির ক্লাবটি। শনিবার (২০ জুলাই) অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের ম্যাচে নেমেছিল শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী। প্রথম পর্বে দুই দল গোলশূন্য ড্র করলেও এবার ২-০ গোলে জিতেছে শেখ জামাল।
ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। সলোমন কিংয়ের জোরালো শট ফিরে আসলে ফিরতি বলে শট নেন গাম্বিয়ার ফরোয়ার্ড এবু কান্তে। বন্দরনগরীর দলটি ১-০ গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের ৩৭তম মিনিটে শেখ জামালের হয়ে দ্বিতীয় গোলটি করেন সলোমন কিং। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল। অবশ্য দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনী ব্যবধান কমাতে পারেনি, ব্যবধান বাড়াতে পারেনি শেখ জামাল।
এদিকে, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৬-৩ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে গোল করেছেন আরিফুর রহমান (১৬ মিনিট), ম্যাথিউ চিনেদু (৪৭ মিনিট), পল এমিলি (৫৪ এবং ৭৭ মিনিট), জালাল মিয়া (৬৭ মিনিট) এবং ইকবাল বাবাখানোভ (৭৬ মিনিট)। আর রহমতগঞ্জের হয়ে ২৮ এবং ৮২ মিনিটে গোল করেন সিও জুনাপিও। বাকি গোলটি করেন সোহেল রানা (৪১ মিনিট)।
২২ ম্যাচে ৭ জয় ও ৬ ড্রয় আর ৯ পরাজয়ে ২৭ পয়েন্ট নিয়ে শেখ জামালের অবস্থান টেবিলের ছয় নম্বরে। সাতে থাকা চট্টগ্রাম আবাহনী ২১ ম্যাচে ৫ জয়, ৮ ড্র আর ৮ পরাজয়ে অর্জন করেছে ২৩ পয়েন্ট। এদিকে, পাঁচে থাকা আরামবাগের পয়েন্ট ৩০, দশে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ১৯।
সারাবাংলা/এমআরপি